Fiancée of an Army officer Assaulted: সেনা অফিসারের হবু স্ত্রীর বুকে লাথি! জেলে ঢুকিয়ে যৌন হেনস্থা, অশ্লীল আচরণের অভিযোগ! পুলিশের আচরণে স্তম্ভিত দেশ
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Fiancée of an Army officer Assaulted: অভিযোগকারী মহিলা জানান, তাঁকে জোর করে জেলে ভরে যৌন হেনস্থা করেছে সেই পুলিশ ইন্সপেক্টর! ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি সংবাদমাধ্যমের কাছে।
ভুবনেশ্বর: যৌন হেনস্থা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠল ভুবনেশ্বরের থানার ইন্সপেক্টরের বিরুদ্ধে! অভিযোগ জানিয়েছেন এক আর্মি অফিসারের হবু স্ত্রী! অভিযোগকারী মহিলা জানান, তাঁকে জোর করে জেলে ভরে যৌন হেনস্থা করেছে সেই পুলিশ ইন্সপেক্টর! ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি সংবাদমাধ্যমের কাছে।
নির্যাতিতা জানান, ঘটনাটি ঘটেছে ১৫ সেপ্টেম্বর সকালে। তিনি বলেন, “আমাকে ভুল ভাবে জেলে ঢোকানো হয়েছিল।” ঠিক কী ঘটেছিল? অভিযোগকারিনী জানান, “আমি জানি না কী হয়েছিল, তারা তাকে লকআপে রেখেছিল। যখন আমি জোর গলায় বললাম, যে তারা একজন সেনা অফিসারকে হেফাজতে রাখতে পারে না কারণ এটি বেআইনি, তখন দুই মহিলা অফিসার আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে শুরু করে। আমি তাদের থামতে অনুরোধ করেছিলাম কিন্তু তারা তা করেনি!”
advertisement
advertisement
মহিলা আরও জানান, এক মহিলা পুলিশ তাঁকে করিডোর দিয়ে টেনে নিয়ে যায়। অফিসারটি যখন তার ঘাড় ধরতে চেষ্টা করে, তখন তিনি পাল্টা লড়াই করে রুখে দাঁড়ান। হাত কামড়ে ধরেন সেই পুলিশের। এর পর পুলিশকর্মীরা হাত-পা বেঁধে তাঁকে একটি ঘরে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। মহিলার কথায়, “কিছুক্ষণ পর, একজন পুরুষ অফিসার দরজা খুলে আমার স্তনে কয়েকবার লাথি মেরে চলে যায়”। এর পরও অশ্লীলতার শেষ নেই, অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী, “তার পর আইআইসি এল, সে আমার প্যান্ট নামিয়ে দিল এবং নিজেরটাও। গোপনাঙ্গ দেখিয়ে সে আমাকে জিজ্ঞাসা করল কতক্ষণ চুপ করে থাকতে চাই…”
advertisement
#wATCH | Deputy Chief Minister of Odisha, Pravati Parida says, “I have talked to the DCP and have visited the victim in AIIMS and met her family as well. 5 police personnel have been suspended. The CM has also given direction regarding the issue to the crime branch. No one will… https://t.co/oD4jkZkdsR pic.twitter.com/ZrAMhUYnSn
— ANI (@ANI) September 20, 2024
advertisement
ঘটনা চাউর হতেই ক্ষোভ প্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেডি সভাপতি নবীন পট্টনায়ক। তাঁর কথায় “অত্যন্ত মর্মান্তিক ঘটনা!” শুক্রবার একটি আদালত-তত্ত্বাবধানে এসআইটি তদন্ত এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্তের ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পট্টনায়ক। এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভরতপুর থানায় একজন সেনা মেজর মহিলার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা মর্মান্তিক এবং অবিশ্বাস্য। পুলিশের এমন আচরণ দেশের বিবেক নিয়ে প্রশ্ন তুলছে!”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2024 9:06 PM IST