West Bengal news: দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন, ভিডিও ভাইরাল করার পর প্রকাশ্যে ভয়ঙ্কর ঘটনা
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
West Bengal news: মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়৷
অর্পন মণ্ডল, বারুইপুর: মুখে অ্যাসিড মারার হুমকি দিয়ে দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়৷ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার অভিযুক্ত যুবক৷ তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ, আজই অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে৷
বারুইপুর এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ছাত্রীকে রাস্তাঘাটে উত্যক্ত করত অভিযুক্ত সুর্য দাস ৷ তাকে ও তার বাবা, মাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিত৷ শুধু তাই নয় অ্যাসিড মারা হবে বলেও হুমকি দেওয়া হত৷ ভয় দেখিয়ে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ও তার ভিডিও ও ছবি তুলে রাখে৷
advertisement
advertisement
পরবর্তীকালে এই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ৷ যদিও শেষ পর্যন্ত ছবি ভাইরাল করে দেয় অভিযুক্ত যুবক৷ সেই ছবি বিভিন্ন জায়গা ঘুরে নির্যাতিতা পরিবারের লোকের কাছেও এসে পৌঁছয়৷ তারা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে জিজ্ঞাসা করলে সে সব খুলে জানায়৷
advertisement
এই ঘটনায় বৄহস্পতিবার রাতে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবার ৷ সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 14, 2025 4:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন, ভিডিও ভাইরাল করার পর প্রকাশ্যে ভয়ঙ্কর ঘটনা