Rs 500 note RBI guidelines: ৫০০ টাকার নোটে তারকা চিহ্ন থাকলে সাবধান! নকল নয়তো? বিরাট আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক

Last Updated:
Rs 500 note RBI guidelines: ২০০০ টাকার নোটের পরে ভারতে সবচেয়ে বড় অঙ্কের নোট ৫০০ টাকারই। এই নোটে তারকা চিহ্ন থাকলে সাবধান।
1/5
২০০০ টাকার নোটের পরে ভারতে সবচেয়ে বড় অঙ্কের নোট ৫০০ টাকারই। সবচেয়ে বড় অঙ্কের নোট হওয়ার কারণ ৫০০ টাকার নোট জাল হওয়ার ভয় সাধারণ মানুষের সবচেয়ে বেশি থাকে।
২০০০ টাকার নোটের পরে ভারতে সবচেয়ে বড় অঙ্কের নোট ৫০০ টাকারই। সবচেয়ে বড় অঙ্কের নোট হওয়ার কারণ ৫০০ টাকার নোট জাল হওয়ার ভয় সাধারণ মানুষের সবচেয়ে বেশি থাকে।
advertisement
2/5
এর মধ্যে বাজারে এক ধরনের ৫০০ টাকার নোট চলে যার নম্বরে তারকা চিহ্ন (*) দেওয়া থাকে। এই ধরনের ৫০০ টাকার নোট বিরল, কিন্তু বাজারে বিভিন্ন সময়ে প্রচারিত হয় যে এই ধরনের নোট জাল। এই নিয়ে এবার স্পষ্ট নির্দেশিকা দিল রিজার্ভ ব্যাঙ্ক।
এর মধ্যে বাজারে এক ধরনের ৫০০ টাকার নোট চলে যার নম্বরে তারকা চিহ্ন (*) দেওয়া থাকে। এই ধরনের ৫০০ টাকার নোট বিরল, কিন্তু বাজারে বিভিন্ন সময়ে প্রচারিত হয় যে এই ধরনের নোট জাল। এই নিয়ে এবার স্পষ্ট নির্দেশিকা দিল রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
3/5
তারা জানিয়েছে, ৫০০ টাকার নোটের নম্বরের মধ্যে তারকা চিহ্ন থাকলেই যে ওই ধরনের নোট জাল হবে তেমন কোনও কথা নেই।
তারা জানিয়েছে, ৫০০ টাকার নোটের নম্বরের মধ্যে তারকা চিহ্ন থাকলেই যে ওই ধরনের নোট জাল হবে তেমন কোনও কথা নেই।
advertisement
4/5
ছাপার ভুলে কোন নোট ঠিক মতো না বেরোলে তার বিকল্প হিসাবে এই তারকা চিহ্ন দেওয়া নোট ছাপা হয়। ২০০৬ সাল থেকে এই পদ্ধতি চলে আসছে। এই ধরনের নোট বিরল হলেও বিশেষ নয়।
ছাপার ভুলে কোন নোট ঠিক মতো না বেরোলে তার বিকল্প হিসাবে এই তারকা চিহ্ন দেওয়া নোট ছাপা হয়। ২০০৬ সাল থেকে এই পদ্ধতি চলে আসছে। এই ধরনের নোট বিরল হলেও বিশেষ নয়।
advertisement
5/5
কোনও একটি নোট ঠিক মতো ছাপা না হলে সেই ব্যাচের সব নোট নষ্ট হতে পারে, সেই সম্ভাবনা এড়াতেই এই বিশেষ ধরনের নোট ছাপা শুরু করে আরবিআই।
কোনও একটি নোট ঠিক মতো ছাপা না হলে সেই ব্যাচের সব নোট নষ্ট হতে পারে, সেই সম্ভাবনা এড়াতেই এই বিশেষ ধরনের নোট ছাপা শুরু করে আরবিআই।
advertisement
advertisement
advertisement