হাতির সঙ্গে ফেসবুক লাইভ, Reels! তার পর দৌড়ে ফেরা হল না ছাত্রের, পিষে দিল হাতি! দেহ মিলল কয়েক ঘণ্টা পর
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Ranjan Chanda
Last Updated:
বাড়ি থেকে হাতি দেখতে এসেছিল স্কুল ছাত্র। হাতির সামনে পড়ে মর্মান্তিক পরিণতি। তবে অতি উৎসাহেই এই মর্মান্তিক ঘটনা, দাবি সকলের।
পশ্চিম মেদিনীপুর: অতি উৎসাহে হাতি দেখতে গিয়ে মর্মান্তিক পরিণতি এক কিশোরের। বাড়ি থেকে বহু শখ করে হাতি দেখতে বেরিয়ে আর ফেরা হল না বাড়িতে, পরিবারে শোকের ছায়া। হাতির হানায় মর্মান্তিক পরিণতি কিশোরের। ছটফট করতে করতে প্রাণ গেল এক ছাত্রের। মৃত্যুর বেশ কয়েক ঘণ্টা পর গভীর জঙ্গল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও বন দফতরের কর্মীরা। প্রত্যন্ত গ্রামের এই কিশোরের মৃত্যুতে সাধারণ মানুষের হাতিকে ঘিরে উন্মাদনা, এবং অতি উৎসাহে হাতিদের সামনে পৌঁছে যাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এক বছরে দুজনের মৃত্যু, প্রথমে শিক্ষক এবং পরে ছাত্রের মৃত্যুতে হাতি দেখার অতি উৎসাহ নিয়ে প্রশ্ন তুলছেন সকলে।
ফের হাতির হানায় কেশিয়াড়িতে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। কেশিয়াড়িতে শুক্রবার ভোর থেকেই অবস্থান করছে প্রায় ষাটটি হাতির দল। রাতে সাঁকরাইলের দুর্গাহুড়ির জঙ্গলে বন দফতর পাঠাতে সম্ভব হলেও ফের কেশিয়াড়িতে ফিরে আসে দলটি। শনিবার সারাদিন হাতিগেড়িয়ার জঙ্গলে অবস্থান করছিল। সঙ্গে ছিল উৎসাহী মানুষের ভিড়। বহু মানুষ হাতি দেখতে ভিড় জমান। কেউ কেউ আবার শখ করে হাতির ছবি তুলতে থাকে। বারংবার বন দফতরের পক্ষ থেকে সাবধান করা হয়েছে। তবুও সাহস নিয়ে সামনে গিয়ে ছবি তুলেছেন বহু জন। স্থানীয় ও বন দফতর সূত্রে খবর, শনিবার বিকেলে হাতির হানায় মৃত্যু হয়েছে দেবপ্রিয় মাহাত (১৪) নামে এক তরুণের। বাড়ি খাজরা পঞ্চায়েতের বড় পারুয়া এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন, এদিন হাতি দেখতে বহু মানুষ জড়ো হয়েছিলেন হাতিগেড়িয়ার জঙ্গলে।
advertisement
advertisement
আরও পড়ুন- এয়ারপোর্টে খুলে নেওয়া হল অন্তর্বাসও! ভিতরে এ কী…? যা দেখা গেল, তাতে ঘাম ছুটে গেল অফিসারদের!
এদিন সকালে হাতি দেখতে অনেকেই জঙ্গলের ভেতরে ঢুকে যান। কেউ কেউ মোবাইল ভিডিও, ফটো রিলস, তোলার পাশাপাশি ফেসবুকে লাইভ করতে থাকে। বিকেলেও হাতি দেখতে জঙ্গলের ভেতরে ছিলেন অনেকেই।
স্থানীয় ও বন দফতরের বক্তব্য, মাইক প্রচার করা হচ্ছিল। হাতির থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হলেও অনেকেই শোনেননি। এদিন অনেকের সঙ্গে তরুণ হাতি দেখতে গিয়ে হঠাৎই একটি দাঁতাল তাড়া করে। ছুটে পালানোর সময় পড়ে গেলে হাতিটি পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণের। শুধু প্রাণহানি নয়, মাঠে পাকাধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।এদিন সন্ধ্যায় মৃতের বাবা বিশ্বজিৎ মাহাত বলেন,\” ছেলে হাতি দেখতে এসেছিল। হাতি পিষে দিয়েছে শুনছি। তবে রাত পর্যন্ত দেহ দেখতে পাইনি।\” অবশেষে রাতে দেহ উদ্ধার করে পুলিশ।
advertisement
গত ১৬ মার্চ হাতির হানায় কেশিয়াড়িতে মৃত্যু হয়েছিল কেশিয়াড়ি হাইস্কুলের এক শিক্ষকের। হাতি দেখতে গিয়েই দলছুট একটি হাতি পিষে দিয়েছিল শিক্ষক বাদলচন্দ্র দত্তকে। আট মাস পর এদিনের ঘটনায় সেই স্মৃতি উস্কে দিয়েছে অনেককেই। খড়্গপুর ডিএফও মনীশকুমার যাদব বলেন,\” অনেকেই অতিরিক্ত কৌতুহলী হয়ে হাতি দেখতে ভিড় করছেন। সারাদিন মাইকে ঘোষণা করা হয়েছে। হাতির হানায় একজন নাবালক মারা গেছে। নিয়ম মাফিক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।\”
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2024 1:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
হাতির সঙ্গে ফেসবুক লাইভ, Reels! তার পর দৌড়ে ফেরা হল না ছাত্রের, পিষে দিল হাতি! দেহ মিলল কয়েক ঘণ্টা পর