RG Kar Case Sanjay Rai: কী ভাবে মৃত্যু হল সঞ্জয় রাইয়ের ভাগ্নির? ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
RG Kar Case Sanjay Rai: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ভাগ্নির দেহের ময়নাতদন্ত সম্পন্ন হল। ময়নাতদন্তের রিপোর্টে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।
কলকাতা: আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের ভাগ্নির দেহের ময়নাতদন্ত সম্পন্ন হল। ময়নাতদন্তের রিপোর্টে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।
সোমবার রাত ১০টা নাগাদ আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেহ উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। এই নিয়ে স্থানীয়রা মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখান এবং সঞ্জয় রাইয়ের বোন এবং জামাইবাবুকে মারধর করা হয়।
advertisement
advertisement
পরিবারের দাবি ঘটনার সময়ে পুজা সিং বাজারে গিয়েছিলেন। সেই সময়ে একা ছিলেন সঞ্জয় রাইয়ের ভাগ্নি। বাড়ি ফিরে পুজা অনেক চেষ্টা করলেও দরজা খোলেনি কেউ। তারপরে দরজা ভেঙে দেখা যায় ওই কিশোরী আলমারিতে ঝুলছে। ময়না তদন্তের প্রাথমিক তদন্তে ইঙ্গিত, আত্মহত্যার জেরেই মৃত্যু হয়েছে ওই কিশোরীর। এই ঘটনায় এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে।
advertisement
জানা গিয়েছে ওই কিশোরী নাবালিকা আরজি করের ঘটনায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রাইয়ের বড় দিদির মেয়ে। পুলিশ খবর পাওয়ার পরেই নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসছে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে নাবালিকার। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। কিন্তু এই ঘটনার জেরেই চাঞ্চল্য ছড়ায় এলা
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 21, 2025 8:40 PM IST