এয়ারপোর্টে খুলে নেওয়া হল অন্তর্বাসও! ভিতরে এ কী...? যা দেখা গেল, তাতে ঘাম ছুটে গেল অফিসারদের!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
দুবাই থেকে অমৃতসর বিমানবন্দরে আসা এক যাত্রীকে প্রায় বিবস্ত্র করে তল্লাশি চালানো হল। খুলে নেওয়া হল অন্তর্বাসও। তাতে যা দেখা গেল ভিতরে...ঘাম ছুটল অফিসারদেরও! এ কী এমনও সম্ভব?
advertisement
advertisement
যাত্রীর অন্তর্বাসে লুকোনো ছিল কোটি টাকার সোনা! বিমানবন্দর ও শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, দুবাই থেকে ফ্লাইটটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করলে নিরাপত্তা সংস্থার পাশাপাশি কাস্টমস বিভাগের কর্মকর্তারাও সতর্ক হয়ে যান। এদিকে, কর্মকর্তারা একজন যাত্রীকে সন্দেহ করলে তাঁকে কঠোরভাবে তল্লাশি করা হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
আইজিআই বিমানবন্দরে সোনা নভেম্বরের প্রথম সপ্তাহে দিল্লির আইজিআই বিমানবন্দরে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল। ওই ব্যক্তির কাছ থেকে ৪০৮ গ্রাম ওজনের চারটি সোনার বার উদ্ধার করা হয়েছে। এছাড়া দুধের গুঁড়ো বাক্স থেকে দুটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। শুল্ক আইন, 1962-এর অধীনে আরও তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
advertisement