Saumitra Khan: ধুতি পরে জিমে ঘাম ঝরালেন সৌমিত্র খাঁ আর বললেন, 'চার মাসের মধ্যে করে দেব'! আনন্দে আত্মহারা কোতুলপুর, কেন জানেন?
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Raima Chakraborty
Last Updated:
Saumitra Khan: ধুতি পরে জিমে গা ঝরাচ্ছেন আবার কখনও ফুটবল খেলতে দেখা যাচ্ছে তাঁকে এবং কখনও ব্যাট হাতে নিয়ে হাঁকাচ্ছেন ছক্কা। অন্য মেজাজে বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ, দিলেন বড় প্রতিশ্রুতিও।
বাঁকুড়া: ধুতি পরে জিমে গা ঝরাচ্ছেন আবার কখনও ফুটবল খেলতে দেখা যাচ্ছে তাঁকে এবং কখনও ব্যাট হাতে নিয়ে ছেলেদের সঙ্গে বেশ কিছুক্ষণ ব্যাট করছেন। এমনই চিত্র দেখা গিয়েছে বাঁকুড়ায়।
বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ-কে একেবারে অন্য রূপে দেখা যায়। ধুতি পরে সাংসদকে ক্লাবের মাঠে ক্রিকেট খেলতে দেখা যায়। পরনে ধুতি পরে হাতে ক্রিকেটের ব্যাট নিয়ে বেশ কিছু ছক্কাও হাঁকান সাংসদ সৌমিত্র খাঁ।
আরও পড়ুন: কিং কোবরা কতটা গতিতে মানুষকে তাড়া করতে পারে জানেন? সাপের গতি জানলে ঘাম ছুটবে আপনার!
এককথায় ধুতি পরে শরীরচর্চায় মাতলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ’। উল্লেখ্য বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, হঠাৎ করেই কোতুলপুর বিবেকানন্দ মাঠে হাজির হন এবং বিবেকানন্দ ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘জেনারেল টিকিট কেটে AC বগিতে ঠান্ডা হাওয়া খাচ্ছেন’! ধরে ফেলতেই উল্টে চাকরি গেল টিটিই-র, হিমগিরি এক্সপ্রেসে অবিশ্বাস্য ঘটনা
খবর আসে বিবেকানন্দ ক্লাবের মাঠে স্টেডিয়াম করার প্রতিশ্রুতি দেন সাংসদ। তিনি বলেন, “এই মাঠে আমি স্টেডিয়াম করে দেব চার মাসের মধ্যে, স্টেডিয়ামের কাজ চালু করে দেব।” বেশ কিছুক্ষণ বিবেকানন্দ মাঠে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন স্টেডিয়াম কীভাবে তৈরি হবে, সেই বিষয় নিয়ে আলোচনা করেন। এবং সাংসদ বিবেকানন্দ মাঠটি ঘুরে পরিদর্শন করেন কীভাবে স্টেডিয়াম করলে ভাল হয়।
advertisement
তবে এই মাঠে স্টেডিয়াম হবে শুনে, খুবই খুশি ক্লাব কর্তৃপক্ষরা। তাঁরা বলেন যে, ‘আমাদের দীর্ঘদিনের আশা ছিল। কোতুলপুরবাসী চান যে, কোতুলপুরে একটা স্টেডিয়াম হোক। সেই আশা পূরণ করতে চলেছেন সাংসদ, এতে আমরা খুবই খুশি।’
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 09, 2025 2:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saumitra Khan: ধুতি পরে জিমে ঘাম ঝরালেন সৌমিত্র খাঁ আর বললেন, 'চার মাসের মধ্যে করে দেব'! আনন্দে আত্মহারা কোতুলপুর, কেন জানেন?









