Indian Railways: 'জেনারেল টিকিট কেটে AC বগিতে ঠান্ডা হাওয়া খাচ্ছেন'! ধরে ফেলতেই উল্টে চাকরি গেল টিটিই-র, হিমগিরি এক্সপ্রেসে অবিশ্বাস্য ঘটনা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Indian Railways: টিটিই জরিমানা দিতে বললে, নিজেকে অফিসার বলে পরিচয় দিয়ে হট্টগোল শুরু করেন বলে অভিযোগ। তারপর? হিমগিরি এক্সপ্রেসের কাণ্ড শুনলে চমকে যাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
অন্যদিকে, শনিবার, দানাপুর রেলওয়ে বিভাগের অধীন আরা জংশনে, হিমগিরি এক্সপ্রেসের এমন একটি বগিতে সাধারণ টিকিটে ভ্রমণ করা একজন সিনিয়র অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করা, তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য দানাপুর রেলওয়ে বিভাগের সিনিয়র রেলওয়ে কমার্শিয়াল ম্যানেজার অভিনব সিদ্ধার্থের দ্বারা দুই টিটিইকে বরখাস্ত করা হয়েছে।
advertisement
advertisement
অফিসারের দাবি, ৫ এপ্রিল পটনা থেকে আরা আসার সময় ভুল করে হিমগিরি এক্সপ্রেসের প্রথম শ্রেণীর বগিতে উঠেছিলেন। যেখানে তাঁর দ্বিতীয় শ্রেণীর টিকিট ছিল। টিটিই যখন টিকিট চেকিংয়ের সময় তাঁর কাছে আসেন, তখন তিনি জরিমানা দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন, এমনকী তাঁর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
advertisement
advertisement