Indian Railways: 'জেনারেল টিকিট কেটে AC বগিতে ঠান্ডা হাওয়া খাচ্ছেন'! ধরে ফেলতেই উল্টে চাকরি গেল টিটিই-র, হিমগিরি এক্সপ্রেসে অবিশ্বাস্য ঘটনা

Last Updated:
Indian Railways: টিটিই জরিমানা দিতে বললে, নিজেকে অফিসার বলে পরিচয় দিয়ে হট্টগোল শুরু করেন বলে অভিযোগ। তারপর? হিমগিরি এক্সপ্রেসের কাণ্ড শুনলে চমকে যাবেন।
1/9
ট্রেনে টিকিট চেকিংয়ের সময় অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করার ফল যে এমন হতে পারে দুই টিটিই হয়তো ভাবতেও পারেননি। এমন কাণ্ড ঘটল হিমগিরি এক্সপ্রেসে ভাবতেও পারবেন না।
ট্রেনে টিকিট চেকিংয়ের সময় অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করার ফল যে এমন হতে পারে দুই টিটিই হয়তো ভাবতেও পারেননি। এমন কাণ্ড ঘটল হিমগিরি এক্সপ্রেসে ভাবতেও পারবেন না।
advertisement
2/9
ট্রেনটিতে জেনারেলের টিকিট নিয়ে এসি বগিতে ভ্রমণ করছিলেন এক অফিসার। শেষ পর্যন্ত ১৩০০ টাকা জরিমানা দিয়ে অফিসারকে ছেড়ে দেওয়া হয়। হিমগিরি এক্সপ্রেসে ভ্রমণকারী যাত্রীদের অভিযোগের ভিত্তিতে, টিটিই টিম রেলওয়ে সুরক্ষা বাহিনীর সঙ্গে পটনা এবং আরা ট্রেনে একটি তদন্ত চালায়।
ট্রেনটিতে জেনারেলের টিকিট নিয়ে এসি বগিতে ভ্রমণ করছিলেন এক অফিসার। শেষ পর্যন্ত ১৩০০ টাকা জরিমানা দিয়ে অফিসারকে ছেড়ে দেওয়া হয়। হিমগিরি এক্সপ্রেসে ভ্রমণকারী যাত্রীদের অভিযোগের ভিত্তিতে, টিটিই টিম রেলওয়ে সুরক্ষা বাহিনীর সঙ্গে পটনা এবং আরা ট্রেনে একটি তদন্ত চালায়।
advertisement
3/9
জেনারেল টিকিটে ট্রেনের এ-১ বগিতে থাকা এক যাত্রী এসিতে বসে যাওয়ার সময় ধরা পড়েন। টিটিই জরিমানা দিতে বললে, নিজেকে অফিসার বলে পরিচয় দিয়ে হট্টগোল শুরু করেন বলে অভিযোগ।
জেনারেল টিকিটে ট্রেনের এ-১ বগিতে থাকা এক যাত্রী এসিতে বসে যাওয়ার সময় ধরা পড়েন। টিটিই জরিমানা দিতে বললে, নিজেকে অফিসার বলে পরিচয় দিয়ে হট্টগোল শুরু করেন বলে অভিযোগ।
advertisement
4/9
শেষ পর্যন্ত জরিমানা পরিশোধ করলে অফিসারকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, ওই কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট বিভাগে উচ্চপদে রয়েছেন এবং কাজের সূত্রে পটনা থেকে আরা আসছিলেন। তবে অফিসারের সঙ্গে অসদাচরণের ঘটনায় দুই টিটিইকে বরখাস্ত করা হয়।
শেষ পর্যন্ত জরিমানা পরিশোধ করলে অফিসারকে ছেড়ে দেওয়া হয়। জানা যায়, ওই কর্মকর্তা নির্বাচন সংশ্লিষ্ট বিভাগে উচ্চপদে রয়েছেন এবং কাজের সূত্রে পটনা থেকে আরা আসছিলেন। তবে অফিসারের সঙ্গে অসদাচরণের ঘটনায় দুই টিটিইকে বরখাস্ত করা হয়।
advertisement
5/9
অন্যদিকে, শনিবার, দানাপুর রেলওয়ে বিভাগের অধীন আরা জংশনে, হিমগিরি এক্সপ্রেসের এমন একটি বগিতে সাধারণ টিকিটে ভ্রমণ করা একজন সিনিয়র অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করা, তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য দানাপুর রেলওয়ে বিভাগের সিনিয়র রেলওয়ে কমার্শিয়াল ম্যানেজার অভিনব সিদ্ধার্থের দ্বারা দুই টিটিইকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, শনিবার, দানাপুর রেলওয়ে বিভাগের অধীন আরা জংশনে, হিমগিরি এক্সপ্রেসের এমন একটি বগিতে সাধারণ টিকিটে ভ্রমণ করা একজন সিনিয়র অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করা, তাঁদের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য দানাপুর রেলওয়ে বিভাগের সিনিয়র রেলওয়ে কমার্শিয়াল ম্যানেজার অভিনব সিদ্ধার্থের দ্বারা দুই টিটিইকে বরখাস্ত করা হয়েছে।
advertisement
6/9
সাসপেন্ড করা টিটিইরা হলেন কুন্দন কুমার এবং সুভাষ চন্দ্র বসু, যাদের ডিউটিতে থাকাকালীন নির্ধারিত মডেল আচরণ লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷
সাসপেন্ড করা টিটিইরা হলেন কুন্দন কুমার এবং সুভাষ চন্দ্র বসু, যাদের ডিউটিতে থাকাকালীন নির্ধারিত মডেল আচরণ লঙ্ঘনের অভিযোগ রয়েছে৷
advertisement
7/9
অফিসারের দাবি, ৫ এপ্রিল পটনা থেকে আরা আসার সময় ভুল করে হিমগিরি এক্সপ্রেসের প্রথম শ্রেণীর বগিতে উঠেছিলেন। যেখানে তাঁর দ্বিতীয় শ্রেণীর টিকিট ছিল। টিটিই যখন টিকিট চেকিংয়ের সময় তাঁর কাছে আসেন, তখন তিনি জরিমানা দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন, এমনকী তাঁর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
অফিসারের দাবি, ৫ এপ্রিল পটনা থেকে আরা আসার সময় ভুল করে হিমগিরি এক্সপ্রেসের প্রথম শ্রেণীর বগিতে উঠেছিলেন। যেখানে তাঁর দ্বিতীয় শ্রেণীর টিকিট ছিল। টিটিই যখন টিকিট চেকিংয়ের সময় তাঁর কাছে আসেন, তখন তিনি জরিমানা দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন, এমনকী তাঁর মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
advertisement
8/9
নিয়ম অনুযায়ী যে কোনও যাত্রীর কাছ থেকে জরিমানা নেওয়া যেতে পারে, কিন্তু কেউ কারও সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। অভিযোগের ভিত্তিতে সিনিয়র ডিসিএম অবিলম্বে উভয় টিটিইকে বরখাস্ত করেছে। বিষয়টি রেল মন্ত্রক থেকে ধানবাদ ডিভিশন থেকে দানাপুর এবং হাজিপুর রেলওয়ে জোনে পৌঁছেছে।
নিয়ম অনুযায়ী যে কোনও যাত্রীর কাছ থেকে জরিমানা নেওয়া যেতে পারে, কিন্তু কেউ কারও সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। অভিযোগের ভিত্তিতে সিনিয়র ডিসিএম অবিলম্বে উভয় টিটিইকে বরখাস্ত করেছে। বিষয়টি রেল মন্ত্রক থেকে ধানবাদ ডিভিশন থেকে দানাপুর এবং হাজিপুর রেলওয়ে জোনে পৌঁছেছে।
advertisement
9/9
যদিও পাল্টা দুই বরখাস্ত টিটিই-র দাবি, তাঁরা কোনও দুর্ব্যবহার করেননি। স্টেশনের সিসিটিভি-তে দেখার আবেদনও করেন তাঁরা।
যদিও পাল্টা দুই বরখাস্ত টিটিই-র দাবি, তাঁরা কোনও দুর্ব্যবহার করেননি। স্টেশনের সিসিটিভি-তে দেখার আবেদনও করেন তাঁরা।
advertisement
advertisement
advertisement