শনিবারের নবান্ন অভিযান! যান চলাচলে বিশেষ নির্দেশিকা হাওড়ায়, কোন রাস্তায় কী চলবে জেনে নিন!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Nabanna Abhijan: পশ্চিম বঙ্গ ছাত্র সমাজ এবং অন্যান্য সংগঠনের ডাকা নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে, যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশিকা!
হাওড়া, রাকেশ মাইতি: শনিবার (০৯/০৮/২৫) নবান্ন, বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার নির্দেশিকা হাওড়া সিটি পুলিশের। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং অন্যান্য সংগঠনের ডাকা নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে, যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশিকা। এই অভিযানের ফলে শহরের বিভিন্ন রাস্তা যানজটময় হতে পারে। সাধারণ যাত্রী ও সাধারণ মানুষের দিক গুরুত্ব রেখে জনস্বার্থে পথ নির্দেশিকা পুলিশের
advertisement
* ১৬ নম্বর জাতীয় সড়ক বরাবর কোলাঘাটের দিক থেকে আসা যানবাহন, যারা কোনা এক্সপ্রেসওয়ে/হাওড়া-আমতা রোড/হাওড়া-আন্দুল রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতু যেতে চায়, কলকাতার দিকে যাওয়ার জন্য। *ধুলাগড়-নিবরা-সালোপ-পাকুরিয়া-সিসিআর ব্রিজ হয়ে নিবেদিতা সেতু পেতে পারেন।
advertisement
* ডানকুনি দিক থেকে আসা যানবাহন, যারা দ্বিতীয় হুগলি সেতু যাবে। তারা কলকাতার দিকে যাওয়ার জন্য নিবেদিতা সেতু ব্যবহার করতে পারে।
advertisement
* কলকাতা থেকে আসা হাওড়াগামী যানবাহন যারা দ্বিতীয় হুগলি সেতু বা হাওড়া সেতু যেতে চায়। তারা নিবেদিতা সেতুতে যেতে পারেন।
advertisement
* হাওড়া রেলওয়ে স্টেশন/উত্তর হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন, যারা হাওড়া ব্রিজ বা ২য় হুগলি ব্রিজ পেতে চান তারা জিটি রোড দিয়ে কলকাতার দিকে যেতে পারেন এবং নিবেদিতা সেতু পেতে পারেন।
* কাজীপাড়া এবং দ্বিতীয় হুগলি সেতুর মধ্যে
ফোরশোর রোড – কাজীপাড়া থেকে রামকৃষ্ণপুর ক্রসিং যাবে।
* হাওড়া রেলওয়ে স্টেশন থেকে গ্র্যান্ড ফোরশোর রোড।
advertisement
* এইচএম বোস রোড/আরবি সেতু/এইচআইটি ব্রিজ থেকে হাওড়া ব্রিজ কলকাতার দিকে
এইচআইটিব্রিজ থেকে আরবি সেতু হয়ে এমবি রোড থেকে এনএস রোড-মল্লিক ফাটাক বেলেপোল থেকে হ্যাংসাং ক্রসিং যেতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 7:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শনিবারের নবান্ন অভিযান! যান চলাচলে বিশেষ নির্দেশিকা হাওড়ায়, কোন রাস্তায় কী চলবে জেনে নিন!