SSC নিয়োগ পরীক্ষায় বিপুল কড়াকড়ি! পরীক্ষার্থীদের জন্য বড় নির্দেশিকা নবান্নের! জেনে নিন
- Published by:Tias Banerjee
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
৫ লক্ষাধিক পরীক্ষার্থী, SSC নিয়োগ পরীক্ষা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা! মোবাইল-ঘড়ি নিষিদ্ধ, বাধ্যতামূলক সিসিটিভি—নবান্নর নির্দেশে এবার কঠোর নজরদারি। জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে। আপনি প্রস্তুত তো?
আসন্ন শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষাকে ঘিরে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা যাতে নিরবচ্ছিন্ন ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে জেলাশাসকদের উদ্দেশে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে নবান্ন।
আগামী ৭ ও ১৪ই সেপ্টেম্বর, এই দুই দিন রাজ্যজুড়ে অনুষ্ঠিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ পরীক্ষা। দুটি পরীক্ষায় অংশ নেবেন প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী। সেই সংখ্যার গুরুত্ব মাথায় রেখে প্রশাসনিক স্তরে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
advertisement
advertisement

✅ কী কী নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে?
advertisement
advertisement
এই নির্দেশিকা রাজ্যের মুখ্য সচিব নিজে পাঠিয়েছেন জেলাশাসকদের কাছে, স্পষ্ট করে জানানো হয়েছে—পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করাই এই মুহূর্তে রাজ্যের সর্বোচ্চ অগ্রাধিকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 2:32 PM IST