Murshidabad News: বেতন বৃদ্ধির দাবিতে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মবিরতি

Last Updated:

সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ফেজের কাজ চলছে। সেখানেই ভেল কোম্পানির অধীনস্থ পিসিপি কোম্পানির শ্রমিকরি একাধিক দাবি দাওয়াতে এই কর্ম বিরতি পালন করেন

মুর্শিদাবাদ: শ্রমিকদের কর্মবিরতি সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্র থেকেই জেলার অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু শনিবার সকাল থেকেই বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি তুলে তাপ বিদ্যুৎ কেন্দ্রের সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মীরা।
জানা যায়, সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ফেজের কাজ চলছে। সেখানেই ভেল কোম্পানির অধীনস্থ পিসিপি কোম্পানির শ্রমিকরি একাধিক দাবি দাওয়াতে এই কর্ম বিরতি পালন করেন। শ্রমিকদের দাবি, বর্তমানে শ্রমিকদের পে স্লিপ দেওয়া হচ্ছে না। এছাড়াও উপযুক্ত বেতন কাঠামো থাকায় ক্ষতির মুখে পড়ছেন শ্রমিকরা। এমনকি পিএফের টাকা মধ্যে স্বচ্ছতার দাবি করা হচ্ছে গত চার মাস ধরে।
advertisement
advertisement
কাজের ভিত্তিতে শ্রমিকদের পদোন্নতিও করা হচ্ছে না বলে অভিযোগ। এই সমস্ত দাবিতে শনিবার সকাল থেকেই কর্মবিরতি পালন করা হচ্ছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে।
আন্দোলনরত শ্রমিক অনুপ ঘোষ জানান, ৮০০ জন শ্রমিক আছেন বর্তমানে। যারা তৃতীয় ফেজের বয়লারে মূলত কর্মরত। অভিযোগ, পিএফের জন্য মূল বেতনের ১২ শতাংশ টাকা কাটা হয়েছে। কিন্তু সেই অর্থ নাকি পিএফ অ্যাকাউন্টে জমা পড়ছে না। এই পরিস্থিতিতে আর্থিক দাবি দেওয়া সহ সমস্ত সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন কর্মীরা। মুখ খুলতে চায়নি পিসিপি কোম্পানি কর্তৃপক্ষ।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বেতন বৃদ্ধির দাবিতে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মবিরতি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement