Sagardighi By Poll: কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ সাগরদিঘিতে, প্রতি বুথেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী
- Published by:Suvam Mukherjee
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Sagardighi By Poll: সাগরদিঘি উপনির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে।
সাগরদিঘি: কড়া নিরাপত্তায় এদিন সাগরদিঘি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছেড়ে সকাল থেকেই মোটামুটি শান্তিতেই চলছে ভোটগ্রহণ পর্ব। সাগরদিঘি উপনির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে। ২৪৬ টি ভোটকেন্দ্র রয়েছে।
সাগরদিঘি বিধানসভার হোসেনপুর ২১০ ও ২১১ নং বুথে কংগ্রেস প্রার্থী বাইরণ বিশ্বাস বুথের ভেতরে প্রবেশ করায় এলাকায় উত্তেজনা। সাগরদিঘির সামসাবাদ হাই স্কুল ২০৮ ২০৯ নম্বর বুথে রাজ্যের পুলিশ ২০০ মিটারের মধ্যে অভিযোগ বিজেপির প্রার্থী দিলীপ সাহার। তিনি অভিযোগ করার পর রাজ্যের পুলিশ নিজে বাইরে বেরিয়ে যায়।
সাগরদিঘি ভোটের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বুথগুলিকে ভাগ করা হয়েছে ২২ টি সেক্টরে। থাকছে ২২ টি কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই থাকছে ক্যামেরা। হবে ওয়েব কাস্টিং। দিল্লি থেকে বুথে চলবে নজরদারি। নির্বাচনের জন্য ইতিমধ্যেই মোতায়েন হয়েছে ৩০ কোম্পানি সিএপিএফ। উপনির্বাচন ঘিরে টানটান উত্তেজনা সাগরদিঘিতে। জেলা প্রশাসন সূত্রে এও জানা গিয়েছে, পোষ্টাল ভোটার সংখ্যা ১৫৩২ জন। যার মধ্যে ৯৪০ জন পুরুষ ও ৫৯২ জন মহিলা রয়েছে। সার্ভিস ভোটার রয়েছেন ২৮৯ জন যার মধ্যে পুরুষ ২৮০ জন, মহিলা ৯ জন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
সাগরদিঘি বিধানসভা উপ নির্বাচনে ২৪৬টি বুথ রাখা হয়েছে। মোট পুলিশ ও সিভিল সেক্টর হচ্ছে ২২টি। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮২৫জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২৪ হাজার ৫৩৩ জন। মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ২৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৫ জন। পাশাপাশি ১৮-১৯ বছরের ভোটার সংখ্যা ৬ হাজার ২৫১ জন, ৮০ বছরের ওপরে ভোটার সংখ্যা ২ হাজার ২৬৮ জন। সব থেকে নজরকাড়া ১০০ বছরের বেশি বয়সের ভোটার সংখ্যা হল ৮ জন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2023 9:23 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sagardighi By Poll: কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ সাগরদিঘিতে, প্রতি বুথেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী