Sagardighi by election: রাত পোহালেই সাগরদীঘি উপ নির্বাচন! থাকছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 

Last Updated:

রবিবার সকাল থেকেই সাগরদীঘি কামদাকিঙ্কর স্মৃতি মহা বিদ্যালয়ে DCRC কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের ভোটের নির্বাচনী কাজ, ইভিএম চেকিং থেকে শুরু করে ভোট কেন্দ্রে গেলেন ভোট কর্মীরা।

+
রাত

রাত পোহালেই সাগরদীঘি উপ নির্বাচন! থাকছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 

মুর্শিদাবাদঃ রাত পোহালেই সোমবার সাগরদীঘি বিধানসভা উপনির্বাচন করা হবে। রবিবার সকাল থেকেই সাগরদীঘি কামদাকিঙ্কর স্মৃতি মহা বিদ্যালয়ে DCRC কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের ভোটের নির্বাচনী কাজ, ইভিএম চেকিং থেকে শুরু করে ভোট কেন্দ্রে গেলেন ভোট কর্মীরা। পাশাপাশি থাকছে ৩০ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আছে রাজ্যে পুলিশ বাহিনী।
সাগরদীঘি বিধানসভা উপ নির্বাচনে ২৪৬টি বুথ রাখা হয়েছে। মোট পুলিশ ও সিভিল সেক্টর হচ্ছে ২২টি। মোট ভোটার সংখ্যা ২লক্ষ ৪৫হাজার ৮২৫জন। তার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লক্ষ ২৪হাজার ৫৩৩জন। মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ২১হাজার ২৮৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৫জন। পাশাপাশি ১৮-১৯ বছরের ভোটার সংখ্যা ৬ হাজার ২৫১ জন, ৮০ বছরের ওপরে ভোটার সংখ্যা ২ হাজার ২৬৮জন। সব থেকে নজরকাড়া ১০০ বছরের বেশি বয়সের ভোটার সংখ্যা হল ৮জন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
সোমবার সকালে ২৪৬ টি বুথে হবে ভোট গ্রহণ। বুথগুলিকে ভাগ করা হয়েছে ২২ টি সেক্টারে। থাকছে ২২ টি কুইক রেসপন্স টিম। প্রত্যেক বুথেই থাকছে ক্যামেরা। হবে ওয়েব কাস্টিং। দিল্লি থেকে বুথে চলবে নজরদারি। নির্বাচনের জন্য ইতিমধ্যেই মোতায়েন হয়েছে ৩০ কোম্পানী সিএপিএফ। উপনির্বাচন ঘিরে টানটান উত্তেজনা সাগরদিঘিতে। জেলা প্রশাসন সূত্রে এও জানা গিয়েছে, পোষ্টাল ভোটার সংখ্যা ১৫৩২জন। যার মধ্যে ৯৪০ জন পুরুষ ও ৫৯২জন মহিলা রয়েছে। সার্ভিস ভোটার রয়েছে ২৮৯জন যার মধ্যে পুরুষ ২৮০জন, মহিলা ৯জন বলে জানা গিয়েছে।
advertisement
সাগরদীঘির বিধানসভা উপ নির্বাচনের জন্য মাধ্যমিক পরীক্ষার সুচিতেও বদল করা হয়েছে। ২৭শে ফেব্রুয়ারি মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল। ২৭ ফেব্রুয়ারির বদলে পরীক্ষা হবে ১ মার্চ। তবে ত্রিমুখী লড়াইয়ে জমে উঠেছে সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচন । শনিবার শেষ হয়েছে নির্বাচনী প্রচার। মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে ফাঁকা হওয়া আসনে নির্বাচনের দিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। পঞ্চায়েত ভোটের আগে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সব দল।ত্রিমুখী লড়াই ভোটের প্রচার হলেও পঞ্চায়েত নির্বাচনের আগে একটি অ্যাসিড টেষ্ট সমস্ত রাজনৈতিক দলের।
advertisement
কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Sagardighi by election: রাত পোহালেই সাগরদীঘি উপ নির্বাচন! থাকছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement