মুর্শিদাবাদঃ ৩০ বছর বয়সে মাধ্যমিক দিয়ে নতুন রেকর্ড করলেন এক গৃহবধূ। দুই সন্তান, রান্নাবান্না সামলে, হাতে তুলে নিয়েছেন পড়ার বই। ছোটবেলায় স্কুলে সব ক্লাসে প্রথম দিকেই স্থান থাকত। তবে সপ্তম শ্রেণিতে পড়াকালীন মাত্র তেরো বছর বয়সে চোঁয়া এলাকায় এক যুবকের সঙ্গে বিয়ে দিয়ে দেয় পরিবার। বিয়ের পরও প্রায় দেড় বছর পড়াশোনা করেছেন। জলঙ্গি বালিকা বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু তারপর তাঁর পড়াশোনা এগোয়নি।
মাধ্যমিক পরীক্ষার্থী সখিনার বড় ছেলের বয়স ১৪ বছর। সে অষ্টম শ্রেণির পড়ুয়া। সাড়ে চার বছরের মেয়ে এ বছরই স্কুলে ভর্তি হয়েছে। প্রায় চার বছর আগে পারিবারিক অশান্তির জেরে দুই ছেলেমেয়েকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন সখিনা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, সপ্তম শ্রেণিতে পড়ার সময় বিয়ে হয়েও যায় তাঁর। পরে স্কুলে ভর্তি হলেও অষ্টম শ্রেণির পরে দাঁড়ি পড়ে গিয়েছিল পড়াশোনায়। সখিনা এখন দুই সন্তানের মা। তবে মনের সুপ্ত বাসনার শেষ হতে দেননি। অবশেষে বহিঃপ্রকাশ ঘটে। সন্তান, সংসার সামলে এ বারের মাধ্যমিক পরীক্ষার্থী সখিনা খাতুন।
মুর্শিদাবাদের হরিহরপাড়ার এই ঘটনা রীতিমতো অবাক করছে সকলকে। অশান্তির জেরে স্বামীর সঙ্গে সম্পর্ক নেই সখিনার। তবে সাহায্য পেয়েছিলেন তুই দেবতুল্য মানুষের, তাঁরাই তাঁকে মেয়ের মতো করে যত্ন করতে শুরু করেন। তাঁদের উদ্যোগে সখিনার পড়াশোনা করার সুপ্ত ইচ্ছা আবার মাথাচাড়া দেয়। মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি শুরু করেন।এ বারের মাধ্যমিক ২০২৩-এ পরীক্ষার্থী তিনি। সখিনার লড়াইকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই।
কৌশিক অধিকারী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madhyamik 2023, Murshidabad