Bankura News: মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিয়েই অসহ্য পেট ব্যথা, ইংরেজি পরীক্ষার দিন যা করল পড়ুয়া... এমনও হয়? হতবাক সকলে

Last Updated:

গায়ে জ্বর নিয়ে প্রথম পরীক্ষা দেওয়ার পর শুরু হয় অসহ্য পেট ব্যাথা। তারপরই ভর্তি হতে হয় হাসপাতালে৷ 

+
হাসপাতালে

হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা। জ্বর নিয়ে প্রথম পরীক্ষা দেয় দ্বিপ দত্ত

বাঁকুড়া: হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিচ্ছে 'অ্যাপেনডিক্সে' অসুস্থ এক মাধ্যমিক পরীক্ষার্থী। যা দেখে রীতিমতো স্তম্ভিত বাকিরা৷
বৃহস্পতিবার প্রথম ভাষার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর অসহ্য পেটের ব্যাথায় কাতরাতে থাকে ওই পড়ুয়া। প্রথমে রাইপুর ব্লক হাসপাতাল ও পরে সেখান থেকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। রাতেই বিভিন্ন ধরনের পরীক্ষার ব্যবস্থা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু পরের দিনই তো পরীক্ষা৷ তাহলে? অবশেষে মনের জোরে পড়ুয়া সিদ্ধান্ত নেয় হাসপাতালের শয্যায় বসেই পরীক্ষা দেবে সে।
advertisement
পরীক্ষার্থী দীপ দত্তের পরিবার সূত্রে জানানো হয়েছে, মণ্ডলকুলি নেতাজি বিদ্যাপীঠের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে রাইপুর গার্লস হাইস্কুলে। পরীক্ষার দিন প্রধান শিক্ষকের অনুরোধে মধ্যশিক্ষা পর্ষদ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় হসপিটাল বেডে বসেই পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। পরীক্ষার পরেই তার অপারেশন হওয়ার কথা।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: মাধ্যমিকের প্রথম পরীক্ষা দিয়েই অসহ্য পেট ব্যথা, ইংরেজি পরীক্ষার দিন যা করল পড়ুয়া... এমনও হয়? হতবাক সকলে
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement