হোম /খবর /মুর্শিদাবাদ /
বন্ধুদের সঙ্গে খেলতেই খেলতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছোট্ট শিশুর

Murshidabad News: বন্ধুদের সঙ্গে খেলতেই খেলতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছোট্ট শিশুর 

বন্ধুদের সঙ্গে খেলতেই খেলতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছোট্ট শিশুর 

বন্ধুদের সঙ্গে খেলতেই খেলতেই সব শেষ! ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল ছোট্ট শিশুর 

খেলা করার সময়ে একটি বোলেরো গাড়ি ব্রেক ফেল করে এসে দ্রুত গতিতে ধাক্কা মারে। যার ফলে মাথায় চোট লাগে রাসেল হক নামের শিশুর।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

মুর্শিদাবাদঃ শুক্রবার সকালে কান্দি থানার অন্তর্গত হিজল নতুনগ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাত বছরের শিশুর। শুক্রবার দুপুরে দেহ ময়না তদন্ত করা হল কান্দি মহকুমা হাসপাতাল মর্গে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রাসেল হক (৭)।

জানা গিয়েছে, শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত হিজল নতুন গ্রামে প্রাইমারি স্কুলের মাঠে তিন বন্ধুর সঙ্গে খেলা করছিল রাসেল সেখ। খেলা করার সময়ে একটি বোলেরো গাড়ি ব্রেক ফেল করে এসে দ্রুত গতিতে ধাক্কা মারে। যার ফলে মাথায় চোট লাগে রাসেল হক নামের শিশুর। গুরুতর আহত অবস্থায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: উপনির্বাচনের আগে সাগরদিঘি থানার ওসি বদল, নির্দেশ কমিশনের

আরও পড়ুন: কথা বলতে পারে না, শুনতেও না! সেই ছাত্রীই বসল মাধ্যমিকে, গর্বিত গোটা পাড়া

শুক্রবার দুপুরে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে ।ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে । যদিও ঘাতক গাড়ি কে আটক করা হলেও চালক পলাতক বলে জানা গিয়েছে। মৃত শিশুর আত্মীয়রা জানান, মা খালিদা বিবির সন্তান ছিল রাসেল হক। স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাঠরত ছিল। শুক্রবার সকালে খেলা করার সময়ে গাড়ির ধাক্কায় প্রাণ যায়। তবে শিশুর মৃত্যুর জেরে গোটা পরিবেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার দুপুরে দেহ ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের সদস্যদের হাতে বলে জানা গিয়েছে ।

কৌশিক অধিকারী

Published by:Ankita Tripathi
First published:

Tags: Murshidabad news, Road Accident