Madhyamik Exam 2023: কথা বলতে পারে না, শুনতেও না! সেই ছাত্রীই বসল মাধ্যমিকে, গর্বিত গোটা পাড়া

Last Updated:

Madhyamik Exam 2023: স্কুল সূত্রে জানা গিয়েছে, ইতি মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক।

+
কুর্নিশ

কুর্নিশ

মুর্শিদাবাদঃ মুখে কথা না বলতে পারলেও মনের জেদ আর প্রবল ইচ্ছা শক্তি নিয়ে দারিদ্রতাকে হার মানিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসছেন এক মুকবধীর ছাত্রী তাজকুরা খাতুন। অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে সামসেরগঞ্জের পঞ্চগ্রাম আই এস এ হাইস্কুলে কার্যত উৎসাহের সঙ্গে বাংলা পরীক্ষায় বসেন ওই ছাত্রী।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ইতি মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। ছোট থেকেই মুক ও বধীর ছিল ছাত্রী তাজকুরা খাতুন। তবে পরিবারে দরিদ্রতা থাকলেও তা হার মানেনি ছাত্রী। ছোট থেকেই স্কুলে পড়াশোনা করত। আর সেই পড়াশোনা করে মাধ্যমিকে বসেছেন ছাত্রী।
advertisement
advertisement
এদিন দিঘড়ি হাইস্কুল থেকে প্রায় আট কিলোমিটার দূরত্বে পঞ্চগ্রাম আই এস এ হাইস্কুলের সেন্টারে পরীক্ষা দিতে এসেছিলেন ছাত্রী তাজকুরা খাতুন। মুখে কথা বলতে না পারলেও লিখালিখি করেই পড়াশুনা করে নবম শ্রেণী ডিঙিয়ে মাধ্যমিকে বসেছে ওই ছাত্রী। মেধাবী মুক ও বধীর ছাত্রীর পরীক্ষাকে ঘিরে রীতিমতো উৎসাহ লক্ষ করা যায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে।
advertisement
তবে তার এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা। শারিরীক যে কোন প্রতিবন্ধকতা যে কোন কিছুই পিছনে ফেলতে পারে না, তা নজীর সৃষ্টি করেছে সামশেরগঞ্জের তাজকুরা খাতুন। তবে মুখে কথা না বলতে পারলেও সুষ্ঠ ভাবেই জীবনের প্রথম বড় পরীক্ষা শুরু করেছে ঐ মেধাবী ছাত্রী।
advertisement
------কৌশিক অধিকারী
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Madhyamik Exam 2023: কথা বলতে পারে না, শুনতেও না! সেই ছাত্রীই বসল মাধ্যমিকে, গর্বিত গোটা পাড়া
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement