Suvendu Adhikari: সাগরদিঘি উপনির্বাচন প্রেস্টিজ ফাইট! 'অবাধ ভোট হলে বিজেপির জয় নিশ্চিত', জানালেন বিরোধী দলনেতা
- Published by:Rachana Majumder
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: তাঁর দাবি, অবাধ ভোট হলে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত সাগরদিঘিতে। ভোটের ফলাফলে তৃণমূল তৃতীয় স্থানে থাকবে বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- সাগরদিঘি উপনির্বাচন শুভেন্দু অধিকারীর কাছে প্রেস্টিজ ফাইট। গত বিধানসভা ভোটে দলীয় প্রতীকে জিতেও ৮ জন বিধায়ক দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এবার বিধানসভায় দলীয় বিধায়ক সদস্য সংখ্যা বাড়াতে উঠে পড়ে লেগেছেন শুভেন্দু। তাঁর টার্গেট সাগরদিঘি কেন্দ্র। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে শুভেন্দু বারবারই দাবি করেন যে, মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের কার্যত জন্ম দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে সেই জেলার উপনির্বাচনে নজর সব মহলের।
আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। নির্বাচন ঘোষণার পর থেকেই কার্যত মাটি কামড়ে সাগরদিঘিতে পড়ে থেকে একাধিকবার দলীয় প্রার্থীকে জেতানোর লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি জনসভা এবং বুথে বুথে ঘুরে জন সম্পর্ক অভিযানে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই একাধিকবার সাগরদিঘি যান শুভেন্দু অধিকারী। গতকাল, শুক্রবার রাত পর্যন্ত লাগাতার প্রচার চালিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রচারে অংশ নিয়েই বিরোধী দলনেতার উপলব্ধি যে, যেভাবে মানুষ শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে স্বতঃস্ফূর্তভাবে বিজেপির পাশে দাঁড়িয়েছেন তাতে বিজেপি প্রার্থীর জয় এখন শুধুই সময়ের অপেক্ষা। উপনির্বাচন ১০০% বুথে এজেন্ট দেওয়ার ব্যাপারেও আশাবাদী শুভেন্দু অধিকারী। 'আমরা চাই, এই নির্বাচন অবাধ ভয়মুক্ত পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে হোক'। বললেন সাগরদিঘি উপনির্বাচনে পদ্ম শিবিরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা।
advertisement
সাগরদিঘির বিধানসভা উপনির্বাচনে প্রতিটি বুথেই আধাসামরিক বাহিনী থাকবে বলে সূত্রের খবর। বিরোধীদের দাবি মেনে ইতিমধ্যেই ৩০ কোম্পানি আধা সামরিক বাহিনী পৌঁছেছে সাগরদিঘিতে। একুশের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি থেকে জিতেছিলেন তৃণমূলের সুব্রত সাহা। রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায়, ওই বিধানসভা কেন্দ্রটি ফাঁকাই পড়ে ছিল। এবার সেই সাগরদিঘি বিধানসভার নতুন অভিভাবক খুঁজে নেওয়ার জন্য ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন হতে চলেছে। আর এই নির্বাচনে দলীয় প্রার্থীকে জয়লাভ করিয়ে বিধানসভায় বিজেপি বিধায়কের সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যে কার্যত আদা জল খেয়ে টানা প্রচারাভিযানে অংশ নেন শুভেন্দু। তাঁর দাবি, অবাধ ভোট হলে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত সাগরদিঘিতে। ভোটের ফলাফলে তৃণমূল তৃতীয় স্থানে থাকবে বলেও মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। শিক্ষক নিয়োগ থেকে আবাস, শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির ইসুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারকে অস্বস্তিতে ফেলা বিজেপি শিবির তথা বিরোধী দলনেতা সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কতটা রাজনৈতিক ফসল নিজেদের ঘরে তুলতে পারে এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
advertisement
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 11:57 AM IST