East Medinipur News: রূপনারায়ণ নদের বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে গ্রামবাসীরা! দ্রুত মেরামতির দাবি
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
East Medinipur News: এবার বর্ষার বৃষ্টি না থাকলেও রাতে প্রবল জোয়ারে হঠাৎই বাঁধ ভেঙে রূপনারায়ণের গর্ভে তালিয়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রাথমিকভাবে রূপনারায়ণ নদের বাঁধ মেরামতির কাজ চললেও, স্থানীয় বাসিন্দাদের দাবি স্থায়ীভাবে বাঁধ মেরামত দ্রুত হোক।
মহিষাদল: ‘নদীর ধারে বাস, চিন্তা বারো মাস।’ নদ-নদী তীরবর্তী মানুষদের জীবনে চিন্তার শেষ নেই। বিশেষ করে বর্ষার সময় নদীবাঁধের ভাঙনের সমস্যা আরও আতঙ্কিত করে তোলে নদী তীরবর্তী অঞ্চলের মানুষজনদের। যদিও এবার বর্ষায় সেভাবে বৃষ্টির দেখা নেই। তবুও নদীবাঁধের ভাঙনে আতঙ্কিত এলাকাবাসী।
রূপনারায়ণ নদের বাঁধে ভয়াবহ ভাঙন! রাত থেকে আতঙ্কে গ্রামবাসীরা। শুক্রবার রাতে প্রায় ১০০ মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা-সহ রূপনারায়ণ নদের বাঁধ ধস নেমে নদীগর্ভে চলে যায়। নদী ভাঙনকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
শুক্রবার সকালে জোয়ারের সময় নদীবাঁধ কিছুটা বসে যায়। তারপরে নদীতে ভাঁটা পড়ায় আর কোনও সমস্যা হয়নি। ফের রাতের জোয়ারে সময় ওই ধসে যাওয়া নদী বাঁধের প্রায় ১০০ মিটার বাঁধ ভেঙে নদীর গর্ভে চলে যায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন নদী বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দারা। প্রাথমিকভাবে স্থানীয় গ্রামবাসীরাই ভেঙে যাওয়া নদী বাঁধ মেরামতের জন্য এগিয়ে আসে। রাতভর নদী বাঁধ মেরামতের কাজ শুরু করে এলাকাবাসী। রূপনারায়ণ নদের বাঁধ ভেঙে নদের জলে তালিয়ে যাওয়ায় চাঞ্চল্য পড়ে। কারণ কোনও দুর্যোগের আশঙ্কা না থাকলেও হঠাৎই জোয়ারে নদী বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী।
advertisement
advertisement
আরও পড়ুন: এই এক কেজি ‘ডিম’ এত দামি! কিনতে গেলে বাড়ি বিক্রি করতে হবে, অবিশ্বাস্য উপকারিতা এই খাবারের
বৃষ্টি না থাকাতেও এই নদী বাঁধ ভাঙনকে প্লাবনের আশঙ্কায় তড়িঘড়ি নদী বাঁধ মেরামতির কাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাই। রূপনারায়ণ বাঁধ ভেঙে যাওয়ার পরেই খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিকদের। ঘটনাস্থলে আসে স্থানীয় বিডিও-সহ অন্যান্য আধিকারিক। তারপরই দ্রুততার সঙ্গে প্রশাসন, সেচ দফতর ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে বলে জানান অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পরেশ চন্দ্র পানিগ্রাহী।
advertisement
প্রসঙ্গত ইয়াসের সময়ে রূপনারায়ণ নদের বাঁধ এই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়। সেবারও নদী বাঁধ মেরামত করে সেচ দফতর। তার পরবর্তী সময়ে নদী বাঁধে কোনও সমস্যা হয়নি। কিন্তু এবার বর্ষার বৃষ্টি না থাকলেও রাতে প্রবল জোয়ারে হঠাৎই বাঁধ ভেঙে রূপনারায়ণের গর্ভে তালিয়ে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। প্রাথমিকভাবে রূপনারায়ণ নদের বাঁধ মেরামতির কাজ চললেও, স্থানীয় বাসিন্দাদের দাবি স্থায়ীভাবে বাঁধ মেরামত দ্রুত হোক।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 07, 2024 5:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: রূপনারায়ণ নদের বাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে গ্রামবাসীরা! দ্রুত মেরামতির দাবি






