Rupnarayan River Dam: রূপনারায়ণ নদী বাঁধে ধস মেরামতির কাজ শুরু! স্থায়ীভাবে সংস্কারের দাবি এলাকাবাসীর, কী বলছেন বিডিও?
- Reported by:Sujit Bhowmik
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
Rupnarayan River Dam: প্রত্যেক বছর রূপনারায়ণ নদী বাঁধে ধস নামে। সেই সঙ্গেই দেখা দেয় ভাঙন। প্রতিবার অস্থায়ীভাবে সেই ভাঙন মেরামতের কাজ করা হয়। এবার এলাকাবাসীর স্থায়ীভাবে বাঁধ সংস্কারের দাবিতে কী বলছেন বিডিও।
মহিষাদল, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ নদী বাঁধের ধস মেরামতির কাজ শুরু হলেও ভয় পিছু ছাড়ছে না। এখনও আতঙ্কে রয়েছেন মহিষাদলের রূপনারায়ণ নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। অস্থায়ী নয়, বরং স্থায়ীভাবে ভাঙা নদী বাঁধ সংস্কার করার দাবি জানাচ্ছেন রূপনারায়ণ নদীপাড়ের বাসিন্দারা। স্থানীয়দের দাবি মেনে স্থায়ীভাবেই নদী বাঁধ সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিডিও প্রশাসন।
পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দনিপুরের কাছে ফি বছরই রূপনারায়ণ নদী বাঁধে ধস নামে। সেই সঙ্গেই দেখা দেয় ভাঙন। প্রতিবার অস্থায়ীভাবে সেই ভাঙন মেরামতের কাজ করা হয়। এবারও অস্থায়ীভাবেই নদী বাঁধ সংস্কার শুরু হয়েছে। যদিও স্থায়ীভাবে বাঁধ সংস্কার হোক দাবি করছেন এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি মেনে আগামী দিনে স্থায়ীভাবেই বাঁধ সংস্কার হবে বলে জানিয়ে দিয়েছেন ব্লকের বিডিও।
advertisement
আরও পড়ুনঃ স্কুলের দেওয়ালে জ্ঞানের ভাণ্ডার! স্বাধীনতা আন্দোলন থেকে নোবেলজয়ীদের নাম, পড়ুয়াদের জন্য পাল্টে গেল মেদিনীপুরের ‘এই’ বিদ্যালয়ের চেহারা
জানা যাচ্ছে, ১০০ মিটার দীর্ঘ এই চওড়া নদী বাঁধ এবার প্রায় ১০ ফুট গভীরে নেমে গিয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বিডিও থেকে শুরু করে সেচ দফতরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের লোকজন। তাঁরা গিয়ে ভাঙা বাঁধ সারাইয়ের কাজ শুরু করান।
advertisement
advertisement
তবে প্রত্যেকবারের মতো এবারও অস্থায়ীভাবে বাঁধ সংস্কারের কাজ হচ্ছে। এই নিয়ে স্থানীয়রা খুশি নন। তাঁরা চান, স্থায়ীভাবে বাঁধ সংস্কার করা হোক। আগামী দিনে স্থায়ী ভাবেই সংস্কার করা হবে বলে জানিয়েছেন ব্লকের বিডিও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Oct 13, 2025 6:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rupnarayan River Dam: রূপনারায়ণ নদী বাঁধে ধস মেরামতির কাজ শুরু! স্থায়ীভাবে সংস্কারের দাবি এলাকাবাসীর, কী বলছেন বিডিও?










