Rupnarayan River Dam: রূপনারায়ণ নদী বাঁধে ধস মেরামতির কাজ শুরু! স্থায়ীভাবে সংস্কারের দাবি এলাকাবাসীর, কী বলছেন বিডিও?

Last Updated:

Rupnarayan River Dam: প্রত্যেক বছর রূপনারায়ণ নদী বাঁধে ধস নামে। সেই সঙ্গেই দেখা দেয় ভাঙন। প্রতিবার অস্থায়ীভাবে সেই ভাঙন মেরামতের কাজ করা হয়। এবার এলাকাবাসীর স্থায়ীভাবে বাঁধ সংস্কারের দাবিতে কী বলছেন বিডিও।

রূপনারায়ণ নদী বাঁধ মেরামতির কাজ চলছে
রূপনারায়ণ নদী বাঁধ মেরামতির কাজ চলছে
মহিষাদল, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ নদী বাঁধের ধস মেরামতির কাজ শুরু হলেও ভয় পিছু ছাড়ছে না। এখনও আতঙ্কে রয়েছেন মহিষাদলের রূপনারায়ণ নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দারা। অস্থায়ী নয়, বরং স্থায়ীভাবে ভাঙা নদী বাঁধ সংস্কার করার দাবি জানাচ্ছেন রূপনারায়ণ নদীপাড়ের বাসিন্দারা। স্থানীয়দের দাবি মেনে স্থায়ীভাবেই নদী বাঁধ সংস্কার করা হবে বলে জানিয়েছেন বিডিও প্রশাসন।
পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দনিপুরের কাছে ফি বছরই রূপনারায়ণ নদী বাঁধে ধস নামে। সেই সঙ্গেই দেখা দেয় ভাঙন। প্রতিবার অস্থায়ীভাবে সেই ভাঙন মেরামতের কাজ করা হয়। এবারও অস্থায়ীভাবেই নদী বাঁধ সংস্কার শুরু হয়েছে। যদিও স্থায়ীভাবে বাঁধ সংস্কার হোক দাবি করছেন এলাকার মানুষজন। স্থানীয়দের দাবি মেনে আগামী দিনে স্থায়ীভাবেই বাঁধ সংস্কার হবে বলে জানিয়ে দিয়েছেন ব্লকের বিডিও।
advertisement
আরও পড়ুনঃ স্কুলের দেওয়ালে জ্ঞানের ভাণ্ডার! স্বাধীনতা আন্দোলন থেকে নোবেলজয়ীদের নাম, পড়ুয়াদের জন্য পাল্টে গেল মেদিনীপুরের ‘এই’ বিদ্যালয়ের চেহারা
জানা যাচ্ছে, ১০০ মিটার দীর্ঘ এই চওড়া নদী বাঁধ এবার প্রায় ১০ ফুট গভীরে নেমে গিয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বিডিও থেকে শুরু করে সেচ দফতরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের লোকজন। তাঁরা গিয়ে ভাঙা বাঁধ সারাইয়ের কাজ শুরু করান।
advertisement
advertisement
তবে প্রত্যেকবারের মতো এবারও অস্থায়ীভাবে বাঁধ সংস্কারের কাজ হচ্ছে। এই নিয়ে স্থানীয়রা খুশি নন। তাঁরা চান, স্থায়ীভাবে বাঁধ সংস্কার করা হোক। আগামী দিনে স্থায়ী ভাবেই সংস্কার করা হবে বলে জানিয়েছেন ব্লকের বিডিও।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rupnarayan River Dam: রূপনারায়ণ নদী বাঁধে ধস মেরামতির কাজ শুরু! স্থায়ীভাবে সংস্কারের দাবি এলাকাবাসীর, কী বলছেন বিডিও?
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement