Royal Bengal Tiger: শীতের মরশুমের শুরুতেই কপাল খুলল পর্যটকদের! সুন্দরবনে ঘুরতে যাওয়া সার্থক, নভেম্বরের গোড়াতেই দেখা দিল দক্ষিণরায়

Last Updated:

Royal Bengal Tiger: শীতের মরশুমের শুরুতেই দক্ষিণরায়ের দর্শন। বাঘ দেখে উল্লাসে ফেটে পড়েন পর্যটকেরা। অধিকাংশই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন। সুন্দরবনের কোথায় এই বাঘটিকে দেখা গেল?

+
রয়্যাল

রয়্যাল বেঙ্গল টাইগার

সুন্দরবন, সুমন সাহাঃ প্রতিবছর শীতকালে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন করতে এবং সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ম্যানগ্রোভ বাদাবনে ভিড় জমান কয়েক হাজার পর্যটক। রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা সুন্দরবনের অপরূপ দৃশ্য উপভোগ করতে ছুটে আসেন। তাঁদের কাছে বাড়তি পাওনা হল রয়্যাল বেঙ্গল টাইগার।
সুন্দরবনের ঘুরতে আসা পর্যটকদের সচরাচর দর্শন দেয় না দক্ষিণরায়। এখন বছরভর সেখানে পর্যটকদের আনাগোনা লেগে আছে। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন সকলের হয় না। তবে রবিবার সুন্দরবনের কৈখালী ঘাটের কাছে বিশালক্ষ্মী খালের ধারে জঙ্গলে চোখ রেখেছিলেন পর্যটকেরা। হঠাৎ করে বিস্ময়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে যান এক পর্যটক। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি।
advertisement
আরও পড়ুনঃ রাসের মেলায় এসেছিলেন আলো জ্বালাতে, নিভে গেল নিজেরই জীবনের আলো! মর্মান্তিক পরিণতি কুলতলির যুবকের
প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তিনি সতীর্থদের উদ্দেশে চাপা গলায় বলে ওঠেন, ‘বাঘ, বাঘ…’। প্রথমে সতীর্থরা ভেবেছিলেন, তিনি হয়তো ঠাট্টা করছেন। পরে তাঁরাও বাঘ দেখে উল্লাসে ফেটে পড়েন। ওই বোটে ছিলেন প্রায় ২০ জন পর্যটক। শুক্রবার তাঁরা সুন্দরবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন। রবিবার তাঁরা বাড়ি ফেরার সময়ে বাঘ দেখতে পান। অধিকাংশই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বন দফতর সূত্রে জানা গিয়েছে, বাঘটি খাল পেরিয়ে জঙ্গলের দিকেই ফিরে যায়। পর্যটকদের বাঘ দেখার খবর ইতিমধ্যেই চাউর হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সুন্দরবনের বোট মালিকদের একাংশের কথায়, ‘শীত আসার সঙ্গে সঙ্গে প্রতি বছরই পর্যটকদের সংখ্যা বাড়ে। কিন্তু বাঘের দেখা পাওয়ার খবরে আলাদা করে পর্যটকেরা আকর্ষিত হবেন বলে মনে করা হচ্ছে।’ ফলে আগামী কয়েক মাসে অপেক্ষাকৃত বেশি পর্যটক সুন্দরবনে আসবেন বলে প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Royal Bengal Tiger: শীতের মরশুমের শুরুতেই কপাল খুলল পর্যটকদের! সুন্দরবনে ঘুরতে যাওয়া সার্থক, নভেম্বরের গোড়াতেই দেখা দিল দক্ষিণরায়
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement