Tiger: জিনাতের পথেই এবার পুরুষ রয়্যাল বেঙ্গল? বান্দোয়ানের জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ল ছবি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
তাকে খোঁজার জন্য গঠিত হয়েছিল ৮টি বিশেষ দল, তিন জেলার জঙ্গল তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছিল জিনাতের 'প্রেমিক'কে ধরার জন্য। অবশেষে ক্যামেরা বন্দি হলো সেই বাঘ।
ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: তাকে খোঁজার জন্য গঠিত হয়েছিল ৮টি বিশেষ দল, তিন জেলার জঙ্গল তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছিল জিনাতের ‘প্রেমিক’কে ধরার জন্য। অবশেষে ক্যামেরা বন্দি হলো সেই বাঘ। পুরুলিয়ার বান্দোয়ানে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়লেন বাঘমামা। মানবাজার থেকে তিনি ফের ফিরলেন বান্দোয়ানে। শনিবার, ভোর ৩টে ২৫মিনিটে বান্দোয়ানের রাইকার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। এই বাঘ আতঙ্কে আশেপাশের কিছু রাস্তায় সাময়িক যানজট হয়েছিল। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। শেষ পাওয়া খবর অনুযায়ী, আজ সন্ধ্যার পর প্রায় আটটা নাগাদ যেমনটা জানা যায় যে রাইকা সংলগ্ন জঙ্গল থেকে বাঘ রাজ্য সড়ক পার হয়ে ঢুকে পড়েছে মানবাজার ২ ব্লকের নেকড়া এলাকায়।
প্রসঙ্গত, কিছুদিন আগে জিনাত ধরা পড়লেও তাঁর ‘প্রেমিক’ এখনও বাগে আসেনি। ফলে, ফের বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের জঙ্গলে বাঘ আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যেই, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার একাধিক জঙ্গল জুড়ে তল্লাশি শুরু করেছে বন দফতর। মোট আটটি বিশেষ দল তল্লাশি চালানো শুরু হয়। ইতিমধ্যেই সুন্দরবনের বিশেষ দলও পাঠানো হয়েছে। বাঘের হদিশ পেতে ড্রোন ওড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বন দফতর।
advertisement
advertisement
তিন জেলাতে বাঘের আতঙ্ক মাথাচাড়া দিলেও এখনও পর্যন্ত কোনও গবাদি পশুর ক্ষতি করেনি বলেই স্থানীয়দের দাবি। বাঘের বিষয় জানতে এলাকার মানুষদের সঙ্গে কথা বলছিলেন বনকর্মীরা। বাঘের গতিবিধি জানতে বিভিন্ন জায়গায় বসানো ট্র্যাপ ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছিল, এবার সেই ট্র্যাপ ক্যামেরাতেই দেখা মিলল ‘রয়্যাল বেঙ্গলের’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 18, 2025 5:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tiger: জিনাতের পথেই এবার পুরুষ রয়্যাল বেঙ্গল? বান্দোয়ানের জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ল ছবি

