Barasat Road Overbridge Closed: এবার হতে হবে বারাসতে ব্যতিব্যস্ত, মেগা গুরুত্বপূর্ণ কলোনি মোড় ও চাপাডালি মোড়ের মধ্যের ফ্লাইওভার থাকবে বন্ধ, রইল কারণ

Last Updated:

Barasat Road Overbridge Closed: ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রায়াল রানের জন্য বন্ধ থাকবে বারাসতের এই গুরুত্বপূর্ণ রাস্তা!

বারাসাত রোড
বারাসাত রোড
উত্তর ২৪ পরগনা: বারাসতের রেল লাইনের দুপাশের সংযোগ রক্ষাকারী, অর্থাৎ কলোনি মোড় ও চাপাডালি মোড়ের মাঝে বারাসাত রোডের ওভারব্রিজের রক্ষণাবেক্ষণ ও সংস্কারে কাজ শুরু হবে। যা চলবে আগামী চারমাস। ফলে দীর্ঘ সময় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা সদর শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তা, নিয়ন্ত্রণ করা হবে ট্রাফিক ব্যবস্থাও।
তারই আগাম প্রস্তুতি হিসেবে আজ থেকে এই সময়কালে কিভাবে করা হবে এলাকার যান নিয়ন্ত্রণ তারই একটি ট্রায়াল রান শুরু করছে জেলা প্রশাসন। সেই অনুযায়ী ১৮ জানুয়ারি দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত। একই ভাবে ১৯ তারিখ রাত ১০ টা থেকে ভোর রাত ৩ টে পর্যন্ত ওই এলাকার যান নিয়ন্ত্রণ করা হবে পূর্ব ঘোষণা অনুযায়ী বলেই জানানো হয়েছে।
advertisement
advertisement
যদি এই ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়, তাহলে নতুন এই ট্রাফিক ব্যবস্থা ২৫ জানুয়ারি, ২০২৫ থেকে পূর্ণরূপে কার্যকর হবে এবং এটি আগামী ২০ সপ্তাহের জন্য বহাল থাকবে বলেই জানান অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নিলাঙ্গী। ওই সময়কালে প্রতি শুক্রবার রাত ১০:০০ থেকে সোমবার ভোর ৩:০০ পর্যন্ত দীর্ঘ সময় পিডব্লিউডি র ফ্লাইওভার সংরক্ষণের কাজ চলার কারণে বন্ধ থাকবে বারাসাত রোড।
advertisement
সপ্তাহে দু’দিন করে এই রাস্তা বন্ধ থাকায়, পণ্যবাহী ট্রাক সহ ভারী গাড়ি চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকবে। তবে সপ্তাহের বাকি দিনগুলি স্বাভাবিক নিয়মেই চলবে যানবাহন বলে জানা গিয়েছে। এই নিয়ে ইতিমধ্যেই দোলতলা পুলিস লাইনে প্রশাসনিক স্তরেও বৈঠক হয়ে গিয়েছে। তারই প্রস্তুতি হিসেবে আজ থেকে শুরু হচ্ছে এই ট্রাফিক নিয়ন্ত্রণের ট্রায়ালরান। তাই প্রয়োজনে বাড়ি থেকে বেরোনোর আগে হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে বেরোন।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Barasat Road Overbridge Closed: এবার হতে হবে বারাসতে ব্যতিব্যস্ত, মেগা গুরুত্বপূর্ণ কলোনি মোড় ও চাপাডালি মোড়ের মধ্যের ফ্লাইওভার থাকবে বন্ধ, রইল কারণ
Next Article
advertisement
Naushad Siddiqui Replies to Abhishek Banerjee: '৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব দিলেন নওশাদ! দক্ষিণ চব্বিশ পরগণা নিয়েও তৃণমূলকে হুঁশিয়ারি
'৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব নওশাদের!দক্ষিণ ২৪ পরগণা নিয়েও হুঁশিয়ারি
  • ভাঙড়ে জিততে মরিয়া অভিষেক৷

  • দক্ষিণ চব্বিশ পরগণায় ৩১-এ ৩১ করার টার্গেট৷

  • তৃণমূল শীর্ষ নেতাকে জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷

VIEW MORE
advertisement
advertisement