Indian Team For Champions Trophy: দল নির্বাচন নিয়ে চরম উত্তেজনা, বৈঠকের সময়ে তোলপাড়, কোন ১৫ এলেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে

Last Updated:
Indian Team For Champions Trophy: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি৷ ভারত নিজেদের সমস্ত ম্যাচ খেলবে দুবাইতে৷
1/7
Indian Team For Champions Trophy: সব দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড আগেই নির্বাচিত হয়ে গেছে৷ ভারতই একমাত্র দল যারা ১৫ সদস্যের দল নির্বাচন করতে আইসিসি-র থেকে অতিরিক্ত সময় চেয়ে নিয়েছিল৷ আর শনিবার সেই দল ঘোষণা করলেন রোহিত শর্মা ও নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর৷
Indian Team For Champions Trophy: সব দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড আগেই নির্বাচিত হয়ে গেছে৷ ভারতই একমাত্র দল যারা ১৫ সদস্যের দল নির্বাচন করতে আইসিসি-র থেকে অতিরিক্ত সময় চেয়ে নিয়েছিল৷ আর শনিবার সেই দল ঘোষণা করলেন রোহিত শর্মা ও নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর৷
advertisement
2/7
শুভমান গিল হলেন সহ অধিনায়ক, অজিত আগরকর জানিয়েছেন, দলের প্রথম পছন্দের একাধিক ক্রিকেটার চোট পেয়ে থাকায় দল নির্বাচন নিয়ে আলোচনা গভীর আকার নেয়৷
শুভমান গিল হলেন সহ অধিনায়ক, অজিত আগরকর জানিয়েছেন, দলের প্রথম পছন্দের একাধিক ক্রিকেটার চোট পেয়ে থাকায় দল নির্বাচন নিয়ে আলোচনা গভীর আকার নেয়৷
advertisement
3/7
 ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের বোলিং বিভাগ নিয়ে জোর আলোচনা হয়৷ কারণ ভারত যেহেতু নিজেদের সব ম্যাচই দুবাইতে খেলবে তাই সেখানকার পিচ ও আবহাওয়ার কন্ডিশন আলোচনায় বড় গুরুত্ব পায়৷
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের বোলিং বিভাগ নিয়ে জোর আলোচনা হয়৷ কারণ ভারত যেহেতু নিজেদের সব ম্যাচই দুবাইতে খেলবে তাই সেখানকার পিচ ও আবহাওয়ার কন্ডিশন আলোচনায় বড় গুরুত্ব পায়৷
advertisement
4/7
সবচেয়ে অনিশ্চিত অংশ হল স্পিন বিভাগ কীভাবে গঠন করবে। দুবাই কন্ডিশনে, ভারত স্পিন ও পেস কম্বিনেশনের ব্যালান্স চেয়েছে৷ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি৷ ফলে দুবাইতে গরমকালে যে ধরণের গরম থাকে তা থাকবে না৷ দল নির্বাচনের সময় সেটাও মাথায় রেখেছেন নির্বাচকরা৷
সবচেয়ে অনিশ্চিত অংশ হল স্পিন বিভাগ কীভাবে গঠন করবে। দুবাই কন্ডিশনে, ভারত স্পিন ও পেস কম্বিনেশনের ব্যালান্স চেয়েছে৷ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি৷ ফলে দুবাইতে গরমকালে যে ধরণের গরম থাকে তা থাকবে না৷ দল নির্বাচনের সময় সেটাও মাথায় রেখেছেন নির্বাচকরা৷
advertisement
5/7
রোহিত শর্মার নেতৃত্বেই আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে টিম ইন্ডিয়া। যাবতীয় বিতর্ক, অফ ফর্ম, অবসরের জল্পনা দূরে সরিয়ে রেখে আরও একবার রোহিতেই আস্থা রেখেছেন নির্বাচকরা। বর্ডার গাভাসকর ট্রফির হতাশা কাটাতে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নামবেন মেন ইন ব্লু৷
রোহিত শর্মার নেতৃত্বেই আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে টিম ইন্ডিয়া। যাবতীয় বিতর্ক, অফ ফর্ম, অবসরের জল্পনা দূরে সরিয়ে রেখে আরও একবার রোহিতেই আস্থা রেখেছেন নির্বাচকরা। বর্ডার গাভাসকর ট্রফির হতাশা কাটাতে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নামবেন মেন ইন ব্লু৷
advertisement
6/7
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক)  Rohit Sharma (C), বিরাট কোহলি (Virat Kohli), শুভমন গিল (Shubman Gill (VC)), শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) , ঋষভ পন্থ (Rishabh Pant (wk)), কেএল রাহুল (KL Rahul (wk)) রবীন্দ্র জাদেজা ( Ravindra Jadeja), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ শামি ( Mohammed Shami),কুলদীপ যাদব (Kuldeep Yadav), অর্শদীপ সিং (Arshdeep Singh)৷
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক)  Rohit Sharma (C), বিরাট কোহলি (Virat Kohli), শুভমন গিল (Shubman Gill (VC)),  যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) , ঋষভ পন্থ (Rishabh Pant (wk)), কেএল রাহুল (KL Rahul (wk)) রবীন্দ্র জাদেজা ( Ravindra Jadeja), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) অক্ষর প্যাটেল (Axar Patel), ওয়াশিংটন সুন্দর (Washington Sundar), জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ শামি ( Mohammed Shami),কুলদীপ যাদব (Kuldeep Yadav), অর্শদীপ সিং (Arshdeep Singh)৷
advertisement
7/7
জসপ্রীত বুমরাহকে নিয়েও অনেক আলোচনা হয়৷ যেহেতু দলের প্রধান পেসারের চোট রয়েছে তাই তাঁকে এই ধরনের টুর্নামেন্টে খেলানো হবে কিনা তা নিয়েও আলোচনা হয়৷
জসপ্রীত বুমরাহকে নিয়েও অনেক আলোচনা হয়৷ যেহেতু দলের প্রধান পেসারের চোট রয়েছে তাই তাঁকে এই ধরনের টুর্নামেন্টে খেলানো হবে কিনা তা নিয়েও আলোচনা হয়৷
advertisement
advertisement
advertisement