Road Accident: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ তেলের ট্যাংকারের, র*ক্তে ভাসল রাস্তা
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Road Accident: দিঘা যাওয়ার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। ডিউটি-রত অবস্থায় দুর্ঘটনায় আহত তিন পুলিশ কর্মী। শনিবার সকালে দিঘা যাওয়ার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে একটি পুলিশের গাড়ি, মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা একটি তেল ট্যাঙ্কারের সঙ্গে।
দিঘা: দিঘা যাওয়ার রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। ডিউটি-রত অবস্থায় দুর্ঘটনায় আহত তিন পুলিশ কর্মী। শনিবার সকালে দিঘা যাওয়ার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে একটি পুলিশের গাড়ি, মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা একটি তেল ট্যাঙ্কারের সঙ্গে। ঘটনায় গাড়ির ভেতরে থাকা তিন পুলিশ কর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলায় পথদুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে পথদুর্ঘটনার খবর উঠে আসছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থেকে দিঘা যাওয়ার ১১৬বি জাতীয় সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ থেকে সরকারি কর্মচারী এবং পুলিশ কর্মীরা। ৩০ অগাস্ট শনিবার সকালে ডিউটিরত অবস্থায় দুর্ঘটনায় আহত হলেন নন্দকুমার থানার তিন পুলিশকর্মী। দুর্ঘটনাটি ঘটে নন্দকুমার থানার অন্তর্গত ১১৬বি জাতীয় সড়কের শ্রীধরপুর মোড়ে।
advertisement
advertisement
নন্দকুমার থানা পুলিশ সূত্রে জানা যায়, দিঘার দিক থেকে নন্দকুমার এর দিকে আসছিল একটি তেল ট্যাঙ্কার। উল্টো দিক থেকে যাচ্ছিল নন্দকুমার থানার একটি টহলদারি পুলিশ ভ্যান। মুখোমুখি সংঘর্ষ লাগে তেল ট্যাংকার ও পুলিশ ভ্যানের। জানা গিয়েছে, হঠাৎই তেল ট্যাংকারের সামনে সাইকেল আরোহী চলে আসে। ওই সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা মারে তেল ট্যাংকারটি। পুলিশ গাড়িতে থাকা গাড়ি চালক-সহ তিন পুলিশ কর্মী আহত হয়েছে। তাদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভার্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
advertisement
এদিনের এই দুর্ঘটনা প্রসঙ্গে নন্দকুমার থানার পুলিশ আধিকারিক অমিত দেব বলেন, “সকাল সাড়ে ৭টার পর থানার একটি গাড়ি দিঘা যাওয়ার জাতীয় সড়কে শ্রীধরপুর মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ভিতরে থাকা তিন পুলিশ কর্মী আহত হয়েছে। পুলিশের গাড়িটির সঙ্গে তেল ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। তেল ট্যাঙ্কারে চালককে আটক করা হয়েছে।” প্রসঙ্গত, দিঘায় যাওয়ার জাতীয় সড়কে শ্রীধরপুরের মত জনবহুল মোড়ে ডিউটিরত অবস্থায় তিন পুলিশ কর্মী দুর্ঘটনার কবলে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 30, 2025 2:38 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ তেলের ট্যাংকারের, র*ক্তে ভাসল রাস্তা








