Hooghly News: রাত হলেই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা! 'প্রাণে বাঁচান', প্রশাসনের কাছে আকুতি মিনতি আরামবাগবাসীদের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
রাতের আতঙ্কের নাম পণ্যবাহী গাড়ি! লরি ডাম্পারের দৌরাত্ম্যে বাড়ছে নিত্যদিন দুর্ঘটনা !
হুগলি: রাতের অন্ধকারের আতঙ্কের নাম লরি ও ডাম্পার! বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। গাড়ির রেষারেষি ফল দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে পথচারী, বাইক আরোহীদের। কেননা রাত বাড়লেই বেড়ে চলেছে বড় বড় পণ্যবাহী গাড়ির দাপট! শেষ সপ্তাহের রবিবার একদিনেই দুই পৃথক দুর্ঘটনায় ডাম্পারের চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুইজনের। রাতের অন্ধকারে গাড়ির রেষারেষির দাপটের জেরে আতঙ্কিত হুগলির আরামবাগের মানুষজন।
স্থানীয় সূত্রে খবর, রাত বাড়লেই বেড়ে চলে পণ্যবাহী গাড়ির দৌরাত্ম! বিভিন্ন বড় বড় ডাম্পার সহ লরি রাস্তা দিয়ে চলে বেপরোয়া গতিতে। তার ওপর দুই গাড়ির রেষারেষির ফল নিত্যদিনের দুর্ঘটনা। অন্ধকার নামলেই রাস্তায় কার্যত রাজত্ব চলে বড় বড় পণ্যবাহী গাড়িগুলির। গত রবিবার একদিনেই হুগলির শুধু আরামবাগে দুইটি পৃথক দুর্ঘটনা মৃত্যু হয়েছে দুইজনের। একজন বাইক আরোহী, অন্যজন গাড়িচালক। তবে দুই দুর্ঘটনার পিছনেই রয়েছে পণ্যবাহী গাড়ি।
advertisement
advertisement
রবিবার ভোর বেলায় হুগলির কামারপুকুরে এক যুবকের মৃত্যু হয় ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে। বাইক আরোহী রাস্তা দিয়ে বাইক নিয়ে ফিরছিলেন সেই সময় কামারপুকুর সিনেমা চলার কাছে একটি ডাম্পার সামনে থেকে এসে ধাক্কা মেরে তার চাকায় পিষে দিয়ে চলে যায় বাইক আরোহীকে। মৃত ওই ব্যক্তির নাম তপন দাস। অন্যদিকে রবিবার রাতেই একটি মারুতি গাড়িকে ধাক্কা মারে ডাম্পার! ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক ২৮ বছর বয়সী নারায়ণ দাসের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী, আরামবাগের বিভিন্ন রাস্তায় নিত্যদিন দুর্ঘটনা বেড়েই চলেছে। বড় বড় পণ্যবাহী গাড়িগুলি লাগামছাড়া গতিতে যাতায়াত করছে। যার ফলে নিত্যদিন বাড়ছে দুর্ঘটনা। রাত হলে মানুষজন বাইরে বেরোতে ভয় পাচ্ছে পণ্যবাহী গাড়ির দৌরাত্মের জন্য। প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন, যাতে গাড়ির চালকদের সচেতন করে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল না করে সেগুলিকে নিয়ন্ত্রণ করা যায়। যাতে প্রাণ বাঁচে সাধারণ মানুষদের।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 2:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: রাত হলেই বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা! 'প্রাণে বাঁচান', প্রশাসনের কাছে আকুতি মিনতি আরামবাগবাসীদের

 
              