Digha Weather Forecast: সপ্তাহান্তে দিঘা ঘুরতে যাওয়ার প্ল্যান! কেমন থাকবে আবহাওয়া? রোদ ঝলমলে দিন না ঝেঁপে বৃষ্টি! রইল লেটেস্ট আপডেট

Last Updated:
শক্তি হারিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। বুধবার রাতভর ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেই দিঘার সমুদ্র অনেকটাই শান্ত হচ্ছে।
1/5
শক্তি হারিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। বুধবার রাতভর ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেই দিঘার সমুদ্র অনেকটাই শান্ত হচ্ছে। যদিও সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে উপকূলীয় এলাকা। আকাশের মুখ ভার, মাঝে ঝোড়ো হাওয়ার দেখা মিলেছে। বুধবার রাতভর টানা বৃষ্টির পর বৃহস্পতিবার ও শুক্রবার সকালে দিঘার পরিবেশ অনেকটাই অনুকূল। উত্তাল সমুদ্র ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে, শান্ত হচ্ছে উত্তাল ঢেউ। (ছবি ও তথ্য: মদন মাইতি)
শক্তি হারিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। বুধবার রাতভর ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেই দিঘার সমুদ্র অনেকটাই শান্ত হচ্ছে। যদিও সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে উপকূলীয় এলাকা। আকাশের মুখ ভার, মাঝে ঝোড়ো হাওয়ার দেখা মিলেছে। বুধবার রাতভর টানা বৃষ্টির পর বৃহস্পতিবার ও শুক্রবার সকালে দিঘার পরিবেশ অনেকটাই অনুকূল। উত্তাল সমুদ্র ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে, শান্ত হচ্ছে উত্তাল ঢেউ। (ছবি ও তথ্য: মদন মাইতি)
advertisement
2/5
তবে সতর্ক রয়েছে প্রশাসন। শুক্রবারও বাড়তি নজরদারি দেখা গিয়েছে দিঘায়। দফায় দফায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়, যেন কেউ উত্তাল অবস্থায় সমুদ্রে নামার চেষ্টা না করেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সমুদ্র এখনও সম্পূর্ণ স্বাভাবিক নয়, তাই নিরাপত্তার জন্য কোনও উৎসুক পর্যটক যাতে সমুদ্র পা ভেজাতে না নামেন তার জন্য প্রশাসন সতর্ক। ছুটি কাটাতে আসা বহু পর্যটক এই নিষেধাজ্ঞায় হতাশ হলেও অনেকেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সমুদ্রের রূপ উপভোগ করছেন।
তবে সতর্ক রয়েছে প্রশাসন। শুক্রবারও বাড়তি নজরদারি দেখা গিয়েছে দিঘায়। দফায় দফায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়, যেন কেউ উত্তাল অবস্থায় সমুদ্রে নামার চেষ্টা না করেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সমুদ্র এখনও সম্পূর্ণ স্বাভাবিক নয়, তাই নিরাপত্তার জন্য কোনও উৎসুক পর্যটক যাতে সমুদ্র পা ভেজাতে না নামেন তার জন্য প্রশাসন সতর্ক। ছুটি কাটাতে আসা বহু পর্যটক এই নিষেধাজ্ঞায় হতাশ হলেও অনেকেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সমুদ্রের রূপ উপভোগ করছেন।
advertisement
3/5
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ল্যান্ডফলের পর বুধবার সকাল থেকেই ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ হারাতে শুরু করেছে তা পরিণত হয় গভীর নিম্নচাপে। এই গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজেছে বাংলা।
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ল্যান্ডফলের পর বুধবার সকাল থেকেই ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ হারাতে শুরু করেছে তা পরিণত হয় গভীর নিম্নচাপে। এই গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে ভিজেছে বাংলা।
advertisement
4/5
শুক্রবার সকাল থেকে দিঘায় আকাশের মুখভার থাকলেও চড়া রোদের ছিল মনোরম পরিবেশ, আর সেই দৃশ্য পর্যটকদের মন ভরিয়ে দেয়। অনেকে ছাতা হাতে সমুদ্র তীরে হেঁটে বেড়াচ্ছেন, কেউবা মোবাইল হাতে বন্দি করছেন সমুদ্রের ঢেউয়ের দৃশ্য।
শুক্রবার সকাল থেকে দিঘায় আকাশের মুখভার থাকলেও চড়া রোদের ছিল মনোরম পরিবেশ, আর সেই দৃশ্য পর্যটকদের মন ভরিয়ে দেয়। অনেকে ছাতা হাতে সমুদ্র তীরে হেঁটে বেড়াচ্ছেন, কেউবা মোবাইল হাতে বন্দি করছেন সমুদ্রের ঢেউয়ের দৃশ্য।
advertisement
5/5
তবে ঘূর্ণিঝড় মন্থার দাপট, নিম্নচাপের ভ্রুকুটি কমলেও কিন্তু শনিবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। এছাড়াও কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার দেখা মিললেও মিলতে পারে। স্বাভাবিকভাবেই সপ্তাহান্তে দিঘা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে সেই ভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। (ছবি ও তথ্য: মদন মাইতি)
তবে ঘূর্ণিঝড় মন্থার দাপট, নিম্নচাপের ভ্রুকুটি কমলেও কিন্তু শনিবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। এছাড়াও কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার দেখা মিললেও মিলতে পারে। স্বাভাবিকভাবেই সপ্তাহান্তে দিঘা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে সেই ভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। (ছবি ও তথ্য: মদন মাইতি)
advertisement
advertisement
advertisement