Digha Weather Forecast: সপ্তাহান্তে দিঘা ঘুরতে যাওয়ার প্ল্যান! কেমন থাকবে আবহাওয়া? রোদ ঝলমলে দিন না ঝেঁপে বৃষ্টি! রইল লেটেস্ট আপডেট
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
শক্তি হারিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। বুধবার রাতভর ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেই দিঘার সমুদ্র অনেকটাই শান্ত হচ্ছে।
শক্তি হারিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’। বুধবার রাতভর ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেই দিঘার সমুদ্র অনেকটাই শান্ত হচ্ছে। যদিও সকাল থেকে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে উপকূলীয় এলাকা। আকাশের মুখ ভার, মাঝে ঝোড়ো হাওয়ার দেখা মিলেছে। বুধবার রাতভর টানা বৃষ্টির পর বৃহস্পতিবার ও শুক্রবার সকালে দিঘার পরিবেশ অনেকটাই অনুকূল। উত্তাল সমুদ্র ধীরে ধীরে চেনা ছন্দে ফিরছে, শান্ত হচ্ছে উত্তাল ঢেউ। (ছবি ও তথ্য: মদন মাইতি)
advertisement
তবে সতর্ক রয়েছে প্রশাসন। শুক্রবারও বাড়তি নজরদারি দেখা গিয়েছে দিঘায়। দফায় দফায় মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হয়, যেন কেউ উত্তাল অবস্থায় সমুদ্রে নামার চেষ্টা না করেন। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সমুদ্র এখনও সম্পূর্ণ স্বাভাবিক নয়, তাই নিরাপত্তার জন্য কোনও উৎসুক পর্যটক যাতে সমুদ্র পা ভেজাতে না নামেন তার জন্য প্রশাসন সতর্ক। ছুটি কাটাতে আসা বহু পর্যটক এই নিষেধাজ্ঞায় হতাশ হলেও অনেকেই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে সমুদ্রের রূপ উপভোগ করছেন।
advertisement
advertisement
advertisement
তবে ঘূর্ণিঝড় মন্থার দাপট, নিম্নচাপের ভ্রুকুটি কমলেও কিন্তু শনিবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। এছাড়াও কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হওয়ার দেখা মিললেও মিলতে পারে। স্বাভাবিকভাবেই সপ্তাহান্তে দিঘা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে সেই ভাবে প্রস্তুতি নিয়ে যেতে হবে। (ছবি ও তথ্য: মদন মাইতি)
