Hooghly News: থাকা, তিনবেলা খাওয়াদাওয়া সব বিনামূল্যে! ৫০ জন গৃহহীন মানুষ পেলেন নতুন জীবন

Last Updated:

গৃহহীন মানুষদের জন্য নতুন ঠিকানা নবজীবন

+
নবজীবনের

নবজীবনের উদ্বোধন

হুগলি: শহরের গৃহহীন মানুষদের জন্য নতুন জীবন খুঁজে দেওয়ার দৃষ্টান্ত তৈরি করল হুগলি চুঁচুড়া পৌরসভা। জাতীয় নগর জীবিকা মিশন ও হুগলি পৌরসভার যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে শহরের গৃহহীন মানুষদের থাকার জন্য নতুন ঘর। এক কথায় বলা চলে জীবনের মূল স্রোত থেকে ছিটকে যাওয়া মানুষদের আবারও জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসে তাদেরকে নতুন এক জীবন প্রদান করবে পুরসভার উদ্যোগ, যার নাম দেওয়া হয়েছে নবজীবন।
শুক্রবার এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়ার আইসি রামেশ্বর ওঝা, হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, উপ পৌরপ্রধান পার্থ সাহা, পৌরসদস্য গৌরীকান্ত মুখার্জি, জয়দেব অধিকারী, সমীর সরকার, নির্মল চক্রবর্তী, মৌসুমী সাহা প্রমুখ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
advertisement
একসঙ্গে প্রায় ৫০ জন গৃহহীন মানুষদের থাকা খাওয়ার সুব্যবস্থাপনা করা হয়েছে এই নবজীবনের মধ্যে। যে সমস্ত মানুষদের থাকার জন্য কোন ঘর নেই, রাস্তাতেই দিনযাপন করতে হয় তাদের জন্যই তৈরি করা হয়েছে এই বিশেষ ব্যবস্থা। বলা চলে সর্বহারা যে সমস্ত মানুষ রয়েছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবার হুগলি-চুঁচুড়া পুরসভা ও বিধায়ক অসিত মজুমদার।
advertisement
এদিন উদ্বোধনের পর বিধায়ক অসিত মজুমদার বলেন, “যাদের মাথার উপরে কোনও ছাদ নেই, ভবঘুরে তাদের জন্য এই ভবন। আমাদের শহরে অনেক গরিব মানুষ আছে যাদের থাকার কোনও জায়গা নেই রাতে রাস্তায় বা অন্য কোনও জায়গায় অসহায় অবস্থায় রাত কাটান। কোনও দুর্যোগ এলে ভয়ে থাকতেন। সেই সব অসহায় মানুষদের জন্য এই ভবন তৈরি করা হয়েছে। শুধু থাকাই নয়, এখানে যারা থাকবেন তাদের তিনবেলা খাবারের ব্যবস্থাও করা হবে। প্রায় ৫০ জন মানুষের থাকার ব্যবস্থা রয়েছে এই নবজীবনে।”
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: থাকা, তিনবেলা খাওয়াদাওয়া সব বিনামূল্যে! ৫০ জন গৃহহীন মানুষ পেলেন নতুন জীবন
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement