পথচারীকে ধাক্কা মেরে ছিটকে গেল দ্রুতগতির বাইক, সজোরে ধাক্কা ঘরের দেওয়ালে! এখন তিনজনের অবস্থা গুরুতর

Last Updated:

Road Accident : গভীর রাতে বাইক দুর্ঘটনা। গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। তিনজনের অবস্থার অবনতি হওয়ায় চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।
ক্যানিং, দক্ষিণ ২৪ পরগণা, অনুপ বিশ্বাস: গত সোমবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনা এলাকায় বাইক দুর্ঘটনা। গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। জানা গিয়েছে, জীবনতলা থানা এলাকার মৌখালীর কাছে দ্রুতগতির বাইক দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, দ্রুতগতিতে আসা বাইকটি পথচারীকে ধাক্কা মেরে কার্যত উড়ে যায়। ধাক্কা মারে একটি ঘরের দেওয়ালে।
জানা গিয়েছে, আহতরা হলেন সারফাত মোল্লা, বাইক চালক শাকিল মোল্লা ও বাইক আরোহী আরমান মোল্লা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাকিল মোল্লা ও আরমান মোল্লা ভাঙ্গড় থানার চন্দনেশ্বর থেকে ক্যানিংয়ের মৌখালি ব্রিজে ঘুরতে এসেছিলেন। সেখান থেকে ঘুরে বাড়ি ফেরার পথে দ্রুত গতিতে এসে দাঁড়িয়ে থাকা সারাফত মোল্লাকে সজোরে ধাক্কা মারে বাইকটি।
advertisement
advertisement
এরপরেই তাঁরা রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনা দেখে প্রথম হকচকিয়ে যান সকলেই। এরপর তিনজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। কিন্তু ওই তিনজনের অবস্থার আরও অবনতি হলে, তাদের কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
advertisement
আরও পড়ুন : ইলেকট্রনিক্সের দাপটেও টিকে আছে পাটকাঠির আকাশ প্রদীপ! ফেরি করছেন বৃদ্ধ, জানেন কত দামে বিক্রি হচ্ছে?
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, বাইকটি এতটাই দ্রুতগতিতে আসছিল যে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার মূল কারণ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনার ফলে তিনজনের বাড়ির সকলেই চিন্তিত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পথচারীকে ধাক্কা মেরে ছিটকে গেল দ্রুতগতির বাইক, সজোরে ধাক্কা ঘরের দেওয়ালে! এখন তিনজনের অবস্থা গুরুতর
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement