Road Accident : রাস্তার বাঁকে যাত্রীবাহী বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনায় আহত ১৪! স্তব্ধ হয়ে গেল রাস্তা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
Road Accident : যাত্রীবাহী বাস ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষ। ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ১৪ জন। মেমারি পাহারহাটি রোডে মেমারী থানার নিশঙ্করপুর বাস স্টপ এলাকার ঘটনা।
advertisement
advertisement
advertisement
advertisement
সন্তোষ রুইদাস জানান, মেমারি থেকে একটি বাস আসছিল এবং পাহাড়হাটির দিক থেকে ট্রেকারটি আসছিল। নিশঙ্করপুর মোড়ের বাঁকের কাছে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসের চালক পলাতক। জগন্নাথ হাঁসদা বলেন, বাসের সাথে ট্রেকারটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে। <strong>(ছবি ও তথ্য: সায়নী সরকার)</strong>
