Akash Deep : ইলেকট্রনিক্সের দাপটেও টিকে আছে পাটকাঠির আকাশ প্রদীপ! ফেরি করছেন বৃদ্ধ, জানেন কত দামে বিক্রি হচ্ছে?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Traditional Akash Deep : আশ্বিনের শেষ থেকে কার্তিকের শেষ পর্যন্ত পালিত হয় এই প্রদীপ জ্বালানোর রীতি। এই প্রদীপ জ্বালানোর উদ্দেশ্য হল পূর্বপুরুষদের পথ দেখান এবং তাঁদের আশীর্বাদ প্রার্থনা করা।
আশিরমনিমোহন আকাশ প্রদীপের ফেরিওয়ালা! এই প্রতিকূল অবস্থাতেও মানুষ দাম দিয়ে নিচ্ছেন আকাশ প্রদীপ। আশ্বিন শেষে কার্তিক মাসের পহেলা থেকে সংক্রান্তি পর্যন্ত এক মাস গ্রামাঞ্চলে বাঙালি হিন্দু পরিবারে সন্ধ্যা হলেই দ্বীপ জ্বালিয়ে পূণ্য লাভ দীর্ঘদিনের রীতি পালন করা হয় ঘরে ঘরে। এই আকাশ প্রদীপকয়েক বছর আগে পর্যন্ত দারুণ চল ছিল। ইলেকট্রনিক্স চায়না আলোর দাপটে সেই রীতি ক্রমশ ফিকে হচ্ছে। আর এই প্রতিকূল অবস্থায় পাটকাঠির তৈরি আকাশ প্রদীপ ফেরি করতে গ্রামে গ্রামে ঘুরছেন এক বৃদ্ধ। <strong>(ছবি ও তথ্য: রাকেশ মাইতি)</strong>
advertisement
advertisement
লক্ষ্মী-নারায়ণের উদ্দেশেও জ্বালানো হয় দ্বীপ। দেব - দেবী এই মাসে জেগে ওঠেন বলে মনে করা হয়। তাই পূণ্য লাভ করতে এই সময় দ্বীপ জালানো হয়। এই প্রথাটি 'আকাশদীপ' বা 'আকাশবাতি' নামেও পরিচিত। কয়েকটা পাটকাঠির টুকরোকে সুতো দিয়ে মালা করে একটি অন্যটির সঙ্গে পেঁচিয়ে চৌকাকৃতি খাচার ন্যায় তৈরি করা হয়। উপরের দিক গৃহস্থ বাড়ির উঁচু অংশে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখে তার মধ্যে সন্ধ্যায় বাতি বা প্রদীপ জ্বালানোর রীতি।
advertisement
advertisement
বেশ চাহিদার সঙ্গে আকাশ প্রদীপ সংগ্রহ করতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। সাইজ অনুযায়ী দুই ধরনের আকাশ প্রদীপ রেখেছেন মনমোহন বাবু। বিভিন্ন ডিজাইনের আকাশ প্রদীপ ২৫ ও ৫০ টাকা দরে বিক্রি করছেন তিনি। আকাশ প্রদীপ তৈরি প্রায় সবার জানা। তবে পাঁচলা বাগানগোড়া ' র মনিমোহন বাবুর হাতে তৈরি সুদর্শন রঙিন কাগজে মোড়কে তৈরি এমন আকাশ প্রদীপ বেশ আগ্রহের সঙ্গে মানুষ ক্রয় করছেন মানুষ। <strong>( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)</strong>
