Road Accident: শোরুমের ছুটিই কাল হল! ফুলের শহরে ঘুরতে এসে না ফেরার দেশে পাড়ি যুবকের

Last Updated:

প্রতিবেশী ভাই রাজু মাইতিকে বাইকে নিয়ে পাঁশকুড়ায় ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসেন। বুধবার বিকেলের পর বাড়ি থেকে বাইকে করে বের হয় তাঁরা

+
বিপর্যস্ত

বিপর্যস্ত যুবকের পরিবার

পূর্ব মেদিনীপুর: ফুলের শহর পাঁশকুড়ায় এসে বাড়ি ফেরা হল না যুবকের। প্রতিবেশী ভাইয়ের সঙ্গে বেড়ানোর উদ্দেশ্যে পাঁশকুড়ায় এসেছিলেন কৌশিক মাইতি। কাঁসাই নদীর তীরবর্তী ক্ষীরাই, দোকান্ডা সহ বিভিন্ন এলাকার ফুলের ক্ষেতগুলো ঘুরে দেখা। কিন্তু বাইক দুর্ঘটনায় মৃত্যু হল কৌশিকের।
পূর্ব মেদিনীপুর জেলার‌ই নন্দকুমার থানার কোলসরের বাসিন্দা কৌশিক মাইতি। প্রতিবেশী ভাই রাজু মাইতিকে বাইকে নিয়ে পাঁশকুড়ায় ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসেন। বুধবার বিকেলের পর বাড়ি থেকে বাইকে করে বের হয় তারা। উদ্দেশ্য ছিল পাঁশকুড়ার ফুলের সৌন্দর্য দেখার পাশাপাশি পাঁশকুড়া পুরসভার বিদ্যাসাগর উদ্যানে ঘুরে বেড়ানো। দুই যুবক হাওড়া ও কলকাতার দুটি সোনার শোরুমে কাজ করেন। ছুটি ছিল তাই কাছেপিঠে ঘুরে বেড়ানোর উদ্দেশ্য‌ই বের হ‌ওয়া। কিন্তু পাঁশকুড়া থেকে বাড়ি ফেরার সময়ই ঘটে বিপত্তি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পাঁশকুড়ার মেচোগ্রামের কাছে বাইক দুর্ঘটনার কবলে পড়েন ওই দুই যুবক। জানা গিয়েছে, পাঁশকুড়া থেকে কোলসরের দিকে যাচ্ছিল বাইকটি। মেচোগ্রাম বাস স্ট্যান্ড পেরিয়ে কিছুটা যেতেই জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা মারে তাদের বাইক। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকের গতি অত্যন্ত বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে পারেনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কৌশিক মাইতির। অপর যুবক রাজু মাইতিকে আশঙ্কাজনক অবস্থায় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ এসছ বাইকটি উদ্ধার করে।
advertisement
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: শোরুমের ছুটিই কাল হল! ফুলের শহরে ঘুরতে এসে না ফেরার দেশে পাড়ি যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement