Local Sports: ভারত সেরা গোঘাটের সঞ্চিতা! তার সাফল্য জানলে তাক লেগে যাবে
- Reported by:SUVOJIT GHOSH
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
৬৭ তম ন্যাশনাল স্কুল গেমসে ৭৮৫.৬ পয়েন্ট পেয়ে অনূর্ধ্ব ১৪ বিভাগের যোগাসনে প্রথম হয়েছে বাংলার সঞ্চিতা মণ্ডল
হুগলি: ক্রিকেট-ফুটবলের পাশাপাশি এখন অন্যান্য ক্রীড়া প্রতিযোগিতাগুলোতেও মানুষের আগ্রহ বাড়ছে। তার মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে যোগাসন। এবার অনূর্ধ্ব ১৪ বিভাগের জাতীয় স্তরের যোগাসন প্রতিযোগিতায় ভারত সেরা হল গোঘাটের সঞ্চিতা।
৬৭ তম ন্যাশনাল স্কুল গেমসে ৭৮৫.৬ পয়েন্ট পেয়ে অনূর্ধ্ব ১৪ বিভাগের যোগাসনে প্রথম হয়েছে বাংলার সঞ্চিতা মণ্ডল। রাজস্থানের জয়পুরে এই প্রতিযোগিতার আসর বসেছিল। সঞ্চিতার বাড়ি গোঘটের সাওড়া পঞ্চায়েতের দক্ষিণ বলরামপুর এলাকায়। সাওড়া ইউনিয়ন হাইস্কুলের অষ্টম শ্রেণিতে পড়ে সঞ্চিতা। তার বাবা সঞ্চয় মণ্ডল সোনা-রুপোর কাজ করেন এবং মা রিঙ্কু মণ্ডল গৃহবধূ।
advertisement
advertisement
সঞ্চিতার এই সাফল্যের কথা জানাজানি হতেই খুশিতে ফেটে পড়েছে প্রতিবেশী থেকে বন্ধু-বান্ধব সকলে। পদক নিয়ে সে বাড়ি ফিরলে দেওয়া হয় সংবর্ধনা। সঞ্চিতা এই সাফল্য প্রসঙ্গে জানিয়েছে, ছোটবেলা থেকেই যোগাব্যায়াম করত। সেই থেকেই ভালোলাগা শুরু। সেই পথ ধরেই এই সাফল্য এসেছে।
আরও খবর পড়তে ফলো করুন
এই কৃতি কিশোরীর প্রশিক্ষক রিনা পাল নন্দী জানান, ছোট থেকেই যোগাসনের সঞ্চিতার প্রবল আগ্রহ। এই রেজাল্ট সেই পরিশ্রমের ফলস্বরূপ। আগামী দিনের সে আরও অনেক বড় বড় সাফল্য পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
advertisement
শুভজিৎ ঘোষ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 08, 2024 1:27 PM IST









