হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দেওয়া হচ্ছে খারাপ চাল, রেশন দুর্নীতির অভিযোগে উত্তপ্ত সালার, লালগোলা

দেওয়া হচ্ছে খারাপ চাল, রেশন দুর্নীতির অভিযোগে উত্তপ্ত মুর্শিদাবাদের সালার, লালগোলা

representative image

representative image

উত্তপ্ত গ্রাম

  • Last Updated :
  • Share this:

#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে রেশন দুর্নীতির অভিযোগ। সালার থানার পুনাসি গ্রামে উত্তেজনা। রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ, রেশন ডিলারের বাড়িতে ভাঙচুর চালাল গ্রামবাসীরা। রেশনের মাল কম দেওয়া অভিযোগে উত্তেজিত রেশন ডিলারের বাড়ী ভাঙচুর চালায় ও বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। সালার থানার পুলিশ ঘটনাস্থলে।

সালারের পর লালগোলাতে একই অভিযোগ। লালগোলায় রেশনের চাল খারাপ দেওয়ায় গ্রামবাসীদের ব্যাপক বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে রবিবার লালগোলা থানার যশাই তালা অঞ্চল, ধুলাউড়ি গ্রামে। রেশন ডিলারের বিরুদ্ধে খারাপ চাল দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ, ভাল চালের সঙ্গে পুরনো খারাপ চাল মিশিয়ে গ্রাহকদের দেওয়া হচ্ছে। ঘটনায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Ration corruption