Rajmohan Bairagi: বছরভর দু’শো স্মরণসভা, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকীর পাশাপাশি নতুন প্রজন্মকে বিপ্লবীদের লড়াই চেনাচ্ছেন রাজমোহন
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
ভারতের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী বা বিনয়-বাদল-দীনেশদের মতই এঁদের অবদানও অনস্বীকার্য
দক্ষিণ ২৪ পরগনা: নেতাজির অন্যতম সহযোগী ছিলেন বিপ্লবী সত্যরঞ্জন বক্সি। চট্টগ্রাম অস্ত্র্গার লুন্ঠন সহ সেকালের বিভিন্ন বৈপ্লবিক কাজকর্মেও যুক্ত ছিলেন তিনি। বিপ্লবী গোপীনাথ সাহা কলকাতায় ব্রিটিশ পুলিশ কমিশনারকে খুন করতে গিয়ে অন্য এক সাহেবকে গুলি করে খুন করে মাত্র ১৮ বছর বয়সে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন। কাকরী ট্রেন লুটে জড়িত ছিলেন বিপ্লবী রাজেন্দ্র লাহিড়ি। পরবর্তীকালে মাত্র ২৬ বছর বয়সে ফাঁসি হয় তাঁর। ভারতের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম, প্রফুল্ল চাকী বা বিনয়-বাদল-দীনেশদের মতই এঁদের অবদানও অনস্বীকার্য। তবে খ্যাতির আড়ালে চলে যাওয়া এই সব বিপ্লবীদের ক’জনই বা মনে রেখেছেন?
এখানেই ব্যতিক্রম জয়নগরের বকুলতলা থানার ঘোষেরচক শিবালয় মন্দিরের ‘মহারাজ’ রাজমোহন বৈরাগী। এলাকার ছেলে-মেয়েদের নিয়ে স্বাধীনতা সংগ্রামে যুক্ত খ্যাত-অখ্যাত বিপ্লবীদের জ্ন্মদিন বা প্রয়াণ দিবসে নিয়মিত স্মরণ করে চলেছেন তিনি। বছর তেত্রিশের রাজমোহন স্নাতক পাশ করে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। বিভিন্ন আশ্রম ঘুরে বছর কয়েক আগে চলে আসেন নিজের এলাকায় ঘোষেরচক শিবালয় মন্দিরে। মন্দির চত্বরকে সাজিয়ে তোলেন আশ্রমিক পরিবেশের আদলে। এলাকার শিশু-কিশোরদের সেখানে অবাধ যাতায়াত। তাদের নিয়মিত মন্ত্রপাঠ, ধ্যান, শিষ্ঠাচারের পাঠ দেন রাজমোহন। তাদের জন্য মন্দির চত্বরে তৈরি করেছেন একটি গ্রন্থাগারও। এখানেই বছরভর পালিত হয় বিপ্লবীদের জন্মদিন বা প্রয়াণ দিবস।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজমোহন জানান, “সারা বছরে প্রায় দু’শো মণীষীর জন্ম বা মৃত্যু দিন পালন হয় মন্দিরে। সম্ভব হলে বিপ্লবী বা বিখ্যাত মানুষদের পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয়।”
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 06, 2025 3:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rajmohan Bairagi: বছরভর দু’শো স্মরণসভা, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকীর পাশাপাশি নতুন প্রজন্মকে বিপ্লবীদের লড়াই চেনাচ্ছেন রাজমোহন

