Paschim Medinipore: রেল ব্রিজের উপরে হঠাৎ চলে এল ট্রেন, কংসাবতীতে গিয়ে পড়লেন রেলকর্মী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন খড়্গপুর ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং গুরগুড়ি পাল থানার পুলিশ।
#শোভন দাস, মেদিনীপুর: রেল লাইন মেরামতি করতে গিয়েছিলেন রেলকর্মী৷ কিন্তু সেই কাজ থেকে ফেরার পথেই মর্মান্তিক পরিণতি হল তাঁর৷ রেলব্রিজের উপরে আচমকা ট্রেন চলে আসায় নীচে নদীতে গিয়ে পড়েন ওই রেলকর্মী৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও খোঁজ মেলেনি তাঁর৷ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে মেদিনীপুরে কংসাবতী রেলব্রিজে৷
জানা গিয়েছে, রেললাইনের কাজ সেরে খড়্গপুরের দিক থেকে মেদিনীপুরের দিকে ফিরছিলেন তাপস দাস নামে ওই রেলকর্মী৷ রেল সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে গোকুলপুরে রেললাইনের কাজ করছিলেন বেশ কয়েকজন রেলকর্মী। কাজ শেষ করে তাঁরা যখন কংসাবতী নদীর উপরের রেলব্রিজ ধরে হেঁটে মেদিনীপুরের দিকে ফিরছিলেন, তখন হঠাৎই ওই লাইনে চলে আসে আরণ্যক এক্সপ্রেস। সেই সময় কোনওভাবে রেলব্রিজের ধারে চলে যান ওই রেলকর্মী। এর পরেই নদীতে পড়ে যান তিনি।
advertisement
advertisement
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন খড়্গপুর ডিভিশনের রেলের উচ্চপদস্থ আধিকারিকরা এবং গুরগুড়ি পাল থানার পুলিশ। নিজের প্রাণ বাঁচাতে ওই রেলকর্মী নদীতে ঝাঁপ দেন নাকি দুর্ঘটনাগ্রস্ত রেলকর্মী ব্রিজ থেকে নীচে পড়ে যান, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। তবে এখনও পর্যন্ত কোনও হদিশ মেলেনি ওই রেলকর্মীর। রেলকর্মীর খোঁজে নদীতে ডুবুরি নামানোরও চেষ্টা চলছে।
advertisement
যে রেলব্রিজের উপরে এই দুর্ঘটনা ঘটেছে, তার এক দিকে হেঁটে যাওয়ার জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে৷ সেতুর ওই অংশে রেলিংও রয়েছে৷ তা সত্ত্বেও সেদিকে না গিয়ে ওই রেলকর্মী উল্টোদিকে যে অংশ খোলা, সম্ভবত তাড়াহুড়ো করে সেদিকে চলে যান ওই রেলকর্মী৷ যার ফলে বিপদে পড়েন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 07, 2022 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipore: রেল ব্রিজের উপরে হঠাৎ চলে এল ট্রেন, কংসাবতীতে গিয়ে পড়লেন রেলকর্মী