Rabindranath Tagore: বিশ্বভারতীতে কেমন হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন! দেখে নিন ভিডিওতে
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
সকাল থেকেই পালিত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস।
বীরভূম: আজ পঁচিশে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী।রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী। প্রত্যেক বছর বোলপুর শান্তিনিকেতনে কবিগুরুর জন্মদিনে অর্থাৎ ২৫শে বৈশাখ পালিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর, ৭ মে ১৮৬১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। ২০২৫ সালে তাঁর ১৬৪তম জন্মবার্ষিকী পালিত হয়। সকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদাসুন্দরী দেবী এবং বাবা ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি কবিতা লেখা শুরু করেন আট বছর বয়স থেকে। ১৮৯১ সাল থেকে বাবার আদেশে নদিয়া, পাবনা, রাজশাহী ও ওড়িশার জমিদারির তদারকি শুরু করেন। কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিনি দীর্ঘসময় অতিবাহিত করেন। ১৯০১ সালে সপরিবারে চলে আসেন বীরভূমের বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে।
advertisement
আরও পড়ুন: ৩০ মাস নিখোঁজ! তন্ন তন্ন করেও খুঁজে পায়নি বিহারের পরিবার! শেষমেশ চমৎকার করলেন বীরভূমের এই মহিলা
advertisement
জাতি এদিন শ্রদ্ধাভরে স্মরণ করে এই মহামানবকে। দেশজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী। এদিন ভোর পাঁচটা নাগাদ বৈতালিক হয় গৌড়প্রাঙ্গণে, ভোর ৫টা ৩০ নাগাদ রবীন্দ্র ভবনে কবি কণ্ঠ হয়। এরপর সকাল সাতটা নাগাদ উপাসনা গৃহে উপাসনার জন্য বিশ্বভারতীর শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এবং প্রাক্তনীরা এসে উপস্থিত হন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সন্ধ্যা নাগাদ নাটক উপস্থাপন করা হবে। সকাল থেকেই ছেলেরা ধুতি-পাঞ্জাবি এবং মেয়েরা শাড়ি পরে উপস্থিত হয় উপাসনা গৃহে। সব মিলিয়ে নাচে গানে কবিতায় আবৃত্তিতে কবিগুরুকে স্মরণ করা হয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতনে।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 2:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rabindranath Tagore: বিশ্বভারতীতে কেমন হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন! দেখে নিন ভিডিওতে







