Birbhum News: ৩০ মাস নিখোঁজ! তন্ন তন্ন করেও খুঁজে পায়নি বিহারের পরিবার! শেষমেশ চমৎকার করলেন বীরভূমের এই মহিলা
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
খেলা করতে গিয়ে হারিয়ে যাওয়া বুধন ৩০ মাস পর ফিরল বাড়ি
বীরভূম: সময়টা নেহাতই কম না। আনুমানিক প্রায় ৩০ মাস আগে বিহারের নালন্দা জেলার গোধাপুর গ্রামে খেলা করতে গিয়ে হারিয়ে যায় বিশেষভাবে সক্ষম বছর ১৪ এর এক নাবালক ছেলে। অবশেষে তাঁকে ফিরে পেল তার পরিবার। আজ থেকে প্রায় ৩০ মাস আগে ২০২২ সালে ৭ নভেম্বর হঠাৎই বিহার থেকে নিখোঁজ হয়ে যায় নালন্দা জেলার গোধাপূর গ্রামের বুধন কুমার। তাঁর মা বাবা নেই, তাঁর দাদু এবং মামা বুধনের খোঁজে এদিক-ওদিক ঘুরে বেড়িয়েছেন মাসের পর মাস। তবে কোথাও খুঁজে পাননি তাদের ছেলেকে। এই বিষয়ে থানাতে অভিযোগ জানিয়েছেন, এমনকি সংবাদমাধ্যমেও খবর সম্প্রচার হয়। তাতেও মেলেনি সুরাহা।
শেষমেশ ছেলেকে খুঁজে পাওয়ার আশা একরকম ছেড়ে দিয়েছিলেন পরিবার। জানা যায়, বুধন তাঁর গ্রাম থেকে পৌঁছে যায় হুগলি। সেখান থেকে তাকে উদ্ধার করে গোপালনগর নিবেদিত ওয়েলফেয়ার সোসাইটি ০৭/১১/২০২২ তারিখ তাকে পৌঁছে দেয় রামপুরহাটের এক আশ্রমে। সেখান থেকেই ভগবানের ইচ্ছেই হঠাৎই ছেলের খোঁজ পেলেন বীরভূমের এক নামী ব্যবসায়ী দীপ চাঁদ খৈতানের স্ত্রী মঞ্জু খৈতানের সহযোগিতায়। মঞ্জু খৈতান রামপুরহাট স্প্যাস্টিক ও হ্যান্ডিক্যাপ সোসাইটির আবাসিকদের কিছু খাবার দেওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে তিনি দেখতে পান বুধনকে।
advertisement
advertisement
তবে সমস্যা হয়ে দাঁড়ায় অন্য জায়গায়। সোসাইটির সদস্যরা জানান, বুধন কথা বলতে পারে না। মঞ্জু খৈতান চেষ্টা করেন তার সঙ্গে কথা বলার জন্য, তখন বুধন কথা বলে। তখন জানা যায়, তাঁর বাড়ি বিহারে। তখনই মঞ্জু খৈতান তার ছেলেকে জানায় বিহারের সেই জায়গায় ফোন করে বুধনের ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। এরপর চলে খোঁজখবর। জানা যায় তার বাড়ি নালন্দা জেলার গোধাপুর গ্রামে। পড়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বুধনকে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। ছেলেকে খুঁজে পেয়ে কার্যত খুশির হাওয়া পরিবারের মধ্যে। রামপুরহাট এসে ছেলেকে বাড়ি নিয়ে যায় মামা ও দাদু।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একদিকে যখন ছেলেকে খুঁজে পেয়ে পরিবারের মধ্যে খুশির হাওয়া, ঠিক অন্য জায়গায় মামা দাদুকে দেখে কান্নায় ভেঙে পড়ে ছেলে। তাদের এই খুশি দেখে চোখের জল আটকে রাখতে পারলেন না ব্যবসায়ী দীপ চাঁদ খৈতান, তার স্ত্রী মঞ্জু খৈতান এবং রামপুরহাট স্প্যাস্টিক হ্যান্ডিক্যাপড সোসাইটির আবাসিকরা।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 1:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ৩০ মাস নিখোঁজ! তন্ন তন্ন করেও খুঁজে পায়নি বিহারের পরিবার! শেষমেশ চমৎকার করলেন বীরভূমের এই মহিলা






