West Bengal SIR List: অবশেষে SIR তালিকা প্রকাশ, electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে কীভাবে খুঁজবেন নিজের নাম? জানুন এক ক্লিকে

Last Updated:

West Bengal SIR List: বহু প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল খসড়া SIR তালিকা। electoralsearch.eci.gov.in-এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে।

News18
News18
কলকাতাঃ বহু প্রতীক্ষার অবসান। প্রকাশিত হল খসড়া SIR তালিকা। আনুষ্ঠানিক ভাবে খসড়া তালিকা প্রকাশ। electoralsearch.eci.gov.in-এ ক্লিক করলেই দেখা যাবে ভোটারের নাম। SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের, পরিবারের সকলের নাম? CEO দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই বাদ যাওয়া নামের তালিকা প্রকাশ পেয়েছে। ওয়েবসাইটে লগ ইন করলেই দেখা যাচ্ছে বাতিল ভোটারদের নাম। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে বাদ যাওয়া নামের তালিকা।
কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
SIR তালিকায় কীভাবে খুঁজবেন নিজের নাম? electoralsearch.eci.gov.in-এই ওয়েবসাইটে দেখা যাবে নামের তালিকা।
advertisement
কীভাবে সার্চ করবেন?
বিধানসভার নাম
*বুথ বা পার্ট নম্বর
*নিজের সর্বশেষ ভোটার কার্ড নম্বর
advertisement
Election Commission of India (ECI) ‘eci.gov.in‘ ওয়েবসাইটে দেখা যাবে ভোটার তালিকা। State CEO / DEO ওয়েবসাইট electoralsearch.eci.gov.in , National Voters’ Service Portal ‘voters.eci.gov.in‘ বা NVSP সাইট ‘nvsp.in‘ -এও দেখা যাবে ভোটারের নাম। দ্বিতীয় ধাপে ‘Search Name in Electoral Roll’/ ‘Draft Roll’ অপশন খুঁজুন, সাইটে ‘Search your name in the voter list’ বা ‘Draft Electoral Roll’ লিঙ্ক খুলুন। এবারে নীচে যে তথ্য চাওয়া হবে, সেগুলি পর পর দিতে হবে।
advertisement
মূলত তিনভাবে খোঁজা যাবে তালিকায় নিজের নাম। EPIC/Voter ID নম্বর দিয়ে খোঁজা সবচেয়ে সহজ হলেও, নিজের ব্যক্তিগত তথ্য এবং মোবাইল নম্বর দিয়েও আপনি তালিকায় নিজের নাম খুঁজতে হবে। তালিকার নাম খুঁজতে কী কী তথ্য আপনাকে দিতে হবে?
*EPIC/Voter ID নম্বর
*নাম, জন্ম তারিখ
*জেলার নাম
*Assembly Constituency
*Captcha কোড
*তারপর Search বা Show বোতামে ক্লিক করুন। এতেই দেখতে পাবেন আপনার নাম রয়েছে কিনা তালিকায়।
advertisement
এদিকে, আজ মঙ্গলবারই SIR-এর খসড়া তালিকা হাতে পাবেন বুথ লেভেল অফিসাররা। জেলা শাসকের দফতর থেকে BLO-দের কাছে খসড়া তালিকা দেওয়া হবে। খসড়া তালিকার কপি পাবে সব রাজনৈতিক দলও। এছাড়া DEO, DM ওয়েবসাইট, BLO-র কাছে পাওয়া যাবে খসড়া তালিকা। BLO-র কাছে অফলাইনেও পাওয়া যাবে নাম বাদের খসড়া তালিকা।
প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে তালিকা থেকে। SIR-এ কাদের নাম বাদ গেল? জানা গিয়েছে, মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটারদের নাম বাদ গিয়েছে তালিকা থেকে, পাশাপাশি যে সব ভোটারদের কোনও খোঁজ মেলেনি, তাদের নামও নেই। তালিকায় রয়েছে প্রায় ৫৮ লক্ষ নাম, যাদের মধ্যে ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ মৃত ভোটার। খোঁজ পাওয়া যায়নি ১২ লক্ষ ২০ হাজার ৩৮ ভোটারের। অনুপস্থিত ছিলেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ ভোটার। ডুপ্লিকেট নাম থাকায় বাদ পড়েছে ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮।
advertisement
আপনার নাম কি বাদের তালিকায়? দেখে নিন  ceowestbengal.wb.gov.in/asd_sir – এই ওয়েব পেজে লগ ইন করে। এখানেই দেখা যাবে বাদ যাওয়া নামের তালিকা। ওয়েবসাইটে ক্লিক করে ডাউনলোড করা যাচ্ছে তালিকা। নিজের নাম, আত্মীয়, প্রতিবেশীদের নাম বাদ পরেছে কিনা জানা যাচ্ছে ওয়েবসাইটে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal SIR List: অবশেষে SIR তালিকা প্রকাশ, electoralsearch.eci.gov.in ওয়েবসাইটে কীভাবে খুঁজবেন নিজের নাম? জানুন এক ক্লিকে
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement