Viral Badam Kaku: '' বীরভূমকে কে চেনাইল?...'' জেলাশাসকের দফতরে বিক্ষোভ কর্মসূচিতে 'বাদাম কাকু'
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শুক্রবার বীরভূম জেলাশাসকের দফতরে ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের এক বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে নিজের এই আক্ষেপ উগরে দিলেন তিনি। একইসঙ্গে ডোম সমাজের বাঁশ শিল্পী ও বাদ্যকারদের জন্য সরকারি স্বীকৃতির দাবিও জানান তিনি।
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: এক সময় যাঁর ‘কাঁচা বাদাম’ গানের সুরে মেতেছিল গোটা বিশ্ব, সেই ভুবন বাদ্যকর আজ ব্রাত্য শিল্পীভাতার তালিকায়। শুক্রবার বীরভূম জেলাশাসকের দফতরে ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের এক বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে নিজের এই আক্ষেপ উগরে দিলেন তিনি। একইসঙ্গে ডোম সমাজের বাঁশ শিল্পী ও বাদ্যকারদের জন্য সরকারি স্বীকৃতির দাবিও জানান তিনি।
এদিন পশ্চিমবঙ্গ ডোম উন্নয়ন পর্ষদ গঠন, ভূমিহীনদের পাট্টা প্রদান, আবাস যোজনার বাড়ি এবং শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থান-সহ মোট ১৪ দফা দাবিতে সরব হয় ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদ। কুলো, ঝুড়ি, হাতপাখা ও বাদ্যযন্ত্র নিয়ে ঢাক-ঢোল বাজিয়ে একটি বর্ণাঢ্য মিছিল শহর পরিক্রমা করে জেলাশাসক ও পুলিশ সুপারের দফতরে স্মারকলিপি জমা দেয়।
এদিন ভুবন বাদ্যকর আক্ষেপের সুরে বলেন, বিশ্বজুড়ে পরিচিতি পেলেও তিনি এখনও সরকারি শিল্পীভাতা পান না। তিনি বলেন, “আমি শিল্পীভাতা পাইনি বলেই আজ ডিএম সাহেবের কাছে এসেছি। শুধু আমি নই, আমাদের সমাজের যাঁরা দিনরাত বাঁশের কাজ করেন বা ঢাক বাজান, তাঁদের প্রত্যেকেরই কার্ড হওয়া উচিত।” বীরভূম জেলাকে নিজের গানের মাধ্যমে বিশ্বদরবারে তুলে ধরেছেন, এমনই দাবি তাঁর। যদিও তাঁর মন্তব্য নিয়ে জোর বিতর্ক নেটদুনিয়ায়!
advertisement
advertisement
ভুবন বাদ্যকরের শিল্পীভাতা না পাওয়া প্রসঙ্গে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ২০১৭ সালের পর থেকে নতুন করে শিল্পীভাতার জন্য নাম নথিভুক্তকরণ বন্ধ রয়েছে। ভুবন বাদ্যকার ভাইরাল হওয়ার পর করোনা আবহে আবেদন জানিয়েছিলেন, যা নিয়ম অনুযায়ী গ্রহণ করা সম্ভব হয়নি।
ডোম সমাজের এই বিক্ষোভ ও ভুবন বাদ্যকরের উপস্থিতি এদিন জেলা প্রশাসনিক ভবনের সামনে বিশেষ চাঞ্চল্য সৃষ্টি করে। এখন দেখার, এই স্মারকলিপি প্রদানের পর প্রশাসন তাঁদের দাবিদাওয়া নিয়ে কী পদক্ষেপ গ্রহণ করে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Jan 30, 2026 11:44 PM IST










