Arijit Singh:' #TakeBackYourSanyaas...এটা মেনে নেওয়া যায় না' অরিজিতের শেষ অপ্রকাশিত গান 'ইশক কা ফিভার'-গাইছেন বিশাল ভরদ্বাজ, ভাইরাল ভিডিও
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে তুলকালাম! বিষয়টা কী? অরিজিৎ সিং নিজে ঘোষণা করেছেন, তিনি আর ছবিতে গান গাইবেন না অর্থাৎ প্লেব্যাক থেকে অবসর নিলেন 'অ্যায় দিল হ্যায় মুশকিল' তারকা! খবর শুনেই আকাশ ভেঙে পড়ল ভক্ত মহলের বুকে
মুম্বই: গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে তুলকালাম! বিষয়টা কী? অরিজিৎ সিং নিজে ঘোষণা করেছেন, তিনি আর ছবিতে গান গাইবেন না অর্থাৎ প্লেব্যাক থেকে অবসর নিলেন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ তারকা! খবর শুনেই আকাশ ভেঙে পড়ল ভক্ত মহলের বুকে! নেটদুনিয়ায় হুলুস্থুল! বলি হল টা কী? নানা মুনির নানা মত! এ বলে এই তত্ত্ব, তো সে অন্য তত্ত্ব!
এবার এই শোরগোলের মধ্যেই ভাইরাল হল একটা নতুন ভিডিও! নিজের শেষ অপ্রকাশিত গান ‘ইশক কা ফিভার’-এর আবেগঘন ফাইনাল জ্যাম-এ পরিচালক বিশাল ভরদ্বাজের সঙ্গে মেতে উঠেছেন অরিজিৎ সিং! বিশাল ভরদ্বাজ সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে অরিজিৎ সিংয়ের রেকর্ড করা একটি গান গাইতে দেখা যায়। হয়তো এটাই তাঁদের শেষ কোলাবরেশনের মধ্যে একটা গান, অরিজিতের শেষ অপ্রকাশিত গান ‘ইশক কা ফিভার’। ভিডিওটির সঙ্গে একটি আবেগঘন ক্যাপশনও লেখেন বিশাল ” অরিজিৎ… কয়েক দিন আগেও যখন আমরা এই গানটা গাইছিলাম, (তখন তুমি ভিডিওর শুটিং করছিলে), তখন জানতামই না যে এটা তোমার সঙ্গে আমার শেষ দিকের কোনও একটি ছবির গান হতে চলেছে। এটা একেবারেই অন্যায়… #TakeBackYourSanyaas। এটা মেনে নেওয়া যায় না।”
advertisement
advertisement
advertisement
২০০৫ সাল। ১৮ বছর বয়সে গানের একটি রিয়্যালিটি শোয়ে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেছিলেন অরিজিৎ। প্রতিযোগিতায় জিততে না পারলেও আসমুদ্র হিমাচলের মন জিতে নিয়েছিলেন। এর পর কেটে গিয়েছে ২১ বছর! আজ অরিজিতের ফ্যান-ফলোয়ার আর শুধু বলিউড-টলিউডে আটকে নয়, তামাম বিশ্বের কাছে তিনি জনপ্রিয়। কিন্তু আচমকাই গায়ক সিদ্ধান্ত নিলেন, তিনি আর কোনও ছবিতে গান গাইবেন না। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মঙ্গলবার অরিজিৎ সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে জানান যে, তিনি আর প্লেব্যাক করবেন না। মন ভেঙে গেল ভক্তকুলের।
advertisement
ঠিক কী কারণে এই ঘোষণা করলেন গায়ক, তা এখনও স্পষ্ট নয়। কেউ বলছেন, সাময়িক বিরতি নিচ্ছেন অরিজিৎ, গলার বিশ্রামের জন্যই এই পদক্ষেপ তাঁর। তবে এমন কিছু উল্লেখ করেননি গায়ক নিজে। ওই পোস্টের শেষে তিনি লিখেছেন, “এই সফর সত্যিই সুন্দর ছিল।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 31, 2026 12:04 AM IST











