Raas Utsav: রাস উৎসবেও থিমের চমক! নজর কাড়ছে দাঁইহাট, ৫ লক্ষের 'মায়াজাল' দেখতে ছুটে আসছে দূরদূরান্তের মানুষ

Last Updated:

Raas Utsav: রাস উৎসব ঘিরে দাঁইহাট শহরে উৎসবের আমেজ। প্রায় ৫ লক্ষ টাকা বাজেটে তৈরি 'মায়াজাল' থিম দর্শনার্থীদের আকৃষ্ট করছে। দেখতে হলে কোথায় যেতে হবে জানুন।

+
নটরাজ

নটরাজ সংঘের রাস উৎসবের থিম মায়াজাল

কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরীঃ পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহর এখন জমজমাট। রাস উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছেন শহরবাসী। নবদ্বীপ, শান্তিপুরের মতো দাঁইহাটেও জাঁকজমকভাবে রাস উৎসব পালিত হয়। শহরের বিভিন্ন ক্লাব জনসাধারণের জন্য তুলে ধরেন দারুণ দারুণ আকর্ষণীয় থিম। এই শহরের এমনই একটি জনপ্রিয় ক্লাব হল নটরাজ সংঘ।
প্রতি বছর নটরাজ সংঘ শহরবাসীর জন্য আকর্ষণীয় থিমের চমক নিয়ে আসে। এবারও ব্যতিক্রম হয়নি। এই বছর নটরাজ সংঘের থিম ‘মায়াজাল’। প্রায় ৫ লক্ষ টাকা বাজেটে এই থিম প্রস্তুত করা হয়েছে। নটরাজ সংঘের সম্পাদক রাজু চ্যাটার্জী বলেন, “এই বছর আমাদের পুজো ৪২ তম বর্ষে পদার্পণ করেছে। আমরা বাজেট রেখেছি ৫ লক্ষ টাকা। বিভিন্ন রঙিন কাপড় দিয়ে এই থিম সাজানো হয়েছে। বহু মানুষ আসছেন এবং ভিড় জমাচ্ছেন। সারা বছর আমরা এই পুজোর জন্যই অপেক্ষায় থাকি।”
advertisement
আরও পড়ুনঃ রাসপূর্ণিমায় রাধা-কৃষ্ণের চরণে অকৃত্রিম রাসফুল! কেবল শোলা আর কাগজেই রঙিন পুষ্পের বাহার, দামও খুব সামান্য
নটরাজ সংঘের ‘মায়াজাল’ থিম জুড়ে রয়েছে হস্তশিল্পের নিদর্শন। খুবই সুন্দরভাবে আকর্ষণীয় করে এই থিম প্রস্তুত করা হয়েছে। মূলত বিভিন্ন ধরনের রঙবেরঙের কাপড় এবং কাপড়ের টেপ ব্যবহার করা হয়েছে। এছাড়া থিম জুড়ে রয়েছে নানা ধরনের আলো। আলোর রোশনাইয়ে এই থিম যেন এক অন্য মাত্রা পেয়েছে। ইতিমধ্যেই দূরদূরান্ত থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। কেউ মন ভরে থিম উপভোগ করছেন, কেউ আবার মোবাইল বন্দি করে রাখছেন সুন্দর মুহূর্ত।
advertisement
advertisement
দর্শনার্থী রাজীব কুমার ব্যানার্জী বলেন, “এই নটরাজ সংঘের থিমের জন্য অপেক্ষায় থাকি। প্রত্যেক বছর রাস দেখতে আসি এবং এই নটরাজ সংঘে আসি। এবারও এসে দারুণ লাগল। এই থিম সত্যিই খুবই ভাল হয়েছে।” আগামী বেশ কয়েকদিন এই থিম থাকবে বলে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দাঁইহাট শহরের রাস উৎসব শতাব্দী প্রাচীন। আগে পটে পুজো করা হত। মশাল বা গ্যাসের আলোয় বের হত ঢাক, ঢোল, কাঁসর সহযোগে শোভাযাত্রা। তবে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এখন আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠেছে দাঁইহাট শহরের রাস উৎসব। থিমের চমক আকৃষ্ট করছে দর্শনার্থীদের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raas Utsav: রাস উৎসবেও থিমের চমক! নজর কাড়ছে দাঁইহাট, ৫ লক্ষের 'মায়াজাল' দেখতে ছুটে আসছে দূরদূরান্তের মানুষ
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement