Chhath Puja: বর্ধমানের সদরঘাটে আচমকা হলটা কী? ছটপুজোকে ঘিরে উঠছে প্রশ্ন, কপালে চিন্তার ভাঁজ পুলিশ প্রশাসনের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Chhath Puja: বর্ধমানের সদরঘাটে দামোদরে এবার ছট পুজোর আয়োজনকে কেন্দ্র করে সংশয় দেখা দিয়েছে। বছরের পর বছর ধরে অগণিত পুণ্যার্থী এখানে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিতে আসেন। এবার তাহলে কি হবে?
বর্ধমান: বর্ধমানের সদরঘাটে দামোদরে এবার ছট পুজোর আয়োজনকে কেন্দ্র করে সংশয় দেখা দিয়েছে। বছরের পর বছর ধরে অগণিত পুণ্যার্থী এখানে ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিতে আসেন। এবার তাহলে কি হবে?
অন্যান্যবার ছট পুজো অনুষ্ঠিত হয় সদরঘাটে দামোদরের বালির চরে। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। ডিভিসির ছাড়া জল ও বৃষ্টির জলে দামোদরে এবার জল অনেক বেশি রয়েছে। বালির চর নেই বললেই চলে। এই অবস্থা চলতে থাকলে এখানে ছট পুজো বিপজ্জনক হতে পারে বলে মনে করছে পুলিশ প্রশাসন। তাই আশপাশে অন্য জায়গাও দেখে রাখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন-কাঁপিয়ে আসছে…! রক্ষে নেই বাংলার, ঘণ্টাখানেকেই তুমুল ঝড়-বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা? এল আবহাওয়ার বড় আপডেট
প্রতি বছরই ছট পুজো উপলক্ষে বর্ধমানের সদরঘাটে দামোদরের তীরে বিশেষ ব্যবস্হা করে পুলিশ প্রশাসন। ঘাটে নামার উপযুক্ত ব্যবস্থা, আলোর ব্যবস্থা করা হয়। জোর দেওয়া হয় নিরাপত্তার ক্ষেত্রেও। কিন্তু এবার দামোদরের বাড়তি জল পুলিশ প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিমধ্যেই জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার এলাকা পরিদর্শন করা হয়েছে। আশপাশের ঘাটগুলিও দেখা হয়েছে। এই ব্যাপারে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। নির্বিঘ্নে ছট পুজো সম্পূর্ণ করতে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুন-সন্তোষপুরে ভয়ানক কাণ্ড! সারারাত শারীরিক নির্যাতন, স্বামীর সঙ্গে যা করল মদ্যপ স্ত্রী…, জানলে শিউরে উঠবেন
এ ব্যাপারে ছট পুজো আয়োজকদের বক্তব্য, দিন দিন ছট পুজোয় অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ছে। অগণিত গাড়িতে পুণ্যার্থীরা আসেন। ছট পুজোর একটি নির্দিষ্ট সময় রয়েছে। কিন্তু গাড়ির ভিড়ের কারণে গত বছর অনেকেই সময়ে পৌঁছতে পারেননি। তাই এবার এলাকা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। শুধু সদরঘাটের বদলে আশপাশের ঘাটগুলিকেও যুক্ত করার কথা ভাবা হচ্ছে। সবাই যাতে এই পুজোয় সুষ্ঠভাবে অংশ নিতে পারেন সেই লক্ষ্যেই পরিকল্পনা তৈরি করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। সেক্ষেত্রে সদরঘাটের পাশাপাশি বাকি ঘাটগুলিকেও পুজোর উপযুক্ত করে তোলা হবে। সেই সব ঘাটের কাছাকাছি পর্যন্ত যাতে যানবাহন যেতে পারে সেসবও পুলিশ প্রশাসনের ভাবনার মধ্যে রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 11, 2025 5:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja: বর্ধমানের সদরঘাটে আচমকা হলটা কী? ছটপুজোকে ঘিরে উঠছে প্রশ্ন, কপালে চিন্তার ভাঁজ পুলিশ প্রশাসনের