বাবা-মায়ের দীর্ঘায়ু কামনায় শিবের মাথায় জল, দন্ডি কেটে ৫০ কিমি যাত্রা দুই যুবকের!
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
জন্মদাতা পিতা-মাতার জন্য দুই সন্তানের ভালবাসা এবার অবাক করবে আপনাকে। শিবের মাথায় জল ঢালতে দন্ডি কেটে ৫০ কিমি যাত্রা দুই যুবকের।
পুরুলিয়া: জন্মদাতা পিতা-মাতার জন্য দুই সন্তানের ভালবাসা এবার অবাক করবে আপনাকে। পিতা-মাতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবার দন্ডি কেটে শিবের মাথায় জল ঢালতে দীর্ঘ প্রায় ৫০ কিলোমিটারের যাত্রা শুরু করেছে পুরুলিয়ার দুই যুবক প্রবীর বাউরি ও ভাস্কর বাউরি। আর পিতা-মাতার জন্য দুই যুবকের এমন আত্মত্যাগ আর ভালবাসা দেখে পথ চলতি সাধারণ মানুষ অনেকেই হতবাক হচ্ছেন।
সাধারণ পায়ে হাঁটা পথও যেখানে বহু মানুষের কাছে কষ্টসাধ্য, সেখানে দন্ডি কেটে এতটা পথ অতিক্রম করার সংকল্পে অবিচল থাকাটা নিঃসন্দেহে এক অবিশ্বাস্য মানসিক শক্তির পরিচয়। প্রতিটি পদে ব্যথা, ক্লান্তি আর কষ্টকে অগ্রাহ্য করে তাঁরা এগিয়ে চলেছে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে পিতা-মাতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়।
advertisement
advertisement
পুরুলিয়ার নিতুড়িয়ার বাঘারডাঙ্গা গ্রামের দুই যুবক প্রবীর বাউরি ও ভাস্কর বাউরি। নিতুড়িয়ার ডিসেরগড় থেকে আনাড়ার শিব মন্দিরের উদ্দেশ্যে দন্ডি কেটে দীর্ঘ প্রায় ৫০ কিলোমিটারের এই যাত্রা শুরু করেছে তারা। জানা যায়, ছোট থেকেই তারা মহাদেবের ভক্ত। তাই তাদের প্রিয় দেবতার কাছে এবার পিতা-মাতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য এই কঠিন যাত্রাপথ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শ্রাবণের এই পবিত্র সময়ে জন্মদাতা পিতা-মাতার প্রতি তাঁদের এই নিঃস্বার্থ ত্যাগ দেখে পথচলতি সাধারণ মানুষ অনেকেই হতবাক হচ্ছেন। পিতা-মাতার প্রতি দুই সন্তানের এমন ভালবাসা নিঃসন্দেহে সমাজে একটি সুন্দর বার্তা বয়ে আনবে। অনেকেই বলছেন, ভক্তি, ভালবাসা আর বিশ্বাস থাকলে সমস্ত কিছুই সম্ভব, তা হইত প্রমাণ করলেন প্রবীর আর ভাস্কর। আজকের এই দৌড় ঝাঁপের যুগেও এখনও কিছু সন্তান তাঁদের পিতা-মাতার জন্য এমন আত্মত্যাগে প্রস্তুত।
advertisement
শান্তনু দাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 04, 2025 5:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাবা-মায়ের দীর্ঘায়ু কামনায় শিবের মাথায় জল, দন্ডি কেটে ৫০ কিমি যাত্রা দুই যুবকের!
