Purulia Tourism: জঙ্গল, পাহাড়, ঝরনা... কী নেই! হাতের নাগালে সবুজে ভরা ডেস্টিনেশন, শীতের ছুটিতে যাবেন নাকি?
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Purulia Tourism: জল-জঙ্গল, পাহাড়, ঝরনার সঙ্গে মুখোশ গ্রাম, ছৌ নৃত্য কার না ভাললাগে। প্রত্যেক বছর শীতেই এখানে পর্যটকদের ভিড় চোখে পড়ে।
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডলঃ ভ্যাপসা গরম, লাগাতার বৃষ্টি শেষে এবার শীতের পালা। এখন থেকেই রাজ্যের বহু জায়গায় হালকা শীতের অনুভূতি হচ্ছে। রাতের কুয়াশা জানান দিচ্ছে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে আর বেশিদিন বাকি নেই। পুরুলিয়াতেও হালকা শীতের আমেজ রয়েছে। এই আবহে অনেকেই অযোধ্যা পাহাড় ঘুরতে চলে গিয়েছেন, কেউ কেউ আবার ঘুরতে যাওয়ার পরিকল্পনা শুরু করেছেন।
পুরুলিয়া মানেই সবুজের সমাগম। জল-জঙ্গল, পাহাড়, ঝরনার সঙ্গে মুখোশ গ্রাম, ছৌ নৃত্য কার না ভাললাগে। বাঙালির অন্যতম প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন এটি। প্রত্যেক বছর শীতেই অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় চোখে পড়ে। এই বছরও ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে।
আরও পড়ুনঃ খাবারের নামে নামকরণ, পুরুলিয়ার অনন্য ‘পোকোড়ি মোড়’, জানুন ইতিহাস
সম্প্রতি উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পর অনেকেই ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন বদলেছেন। অযোধ্যা পাহাড় থেকে বড়ন্তি, মাঠা, মরগুমার মতো পর্যটনকেন্দ্রগুলিতে বুকিং হচ্ছে। শীতের দিনগুলিতে পুরুলিয়ার পর্যটন শিল্প আবার চাঙ্গা হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শীতের বুকিং করে নিয়েছেন অনেকে।
advertisement
advertisement
শীত পড়লেই বাক্স প্যাঁটরা গুছিয়ে অনেকে ঘুরতে বেড়িয়ে পড়েন। কেউ ছুটে যান উত্তরবঙ্গের পাহাড়ে, কারও আবার পছন্দ সবুজে ঘেরা পুরুলিয়া। শীত যত পড়বে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ভিড় ততই বাড়বে বলে মনে করা হচ্ছে। এখন থেকেই বুকিং করে ফেলেছেন অনেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 17, 2025 1:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Tourism: জঙ্গল, পাহাড়, ঝরনা... কী নেই! হাতের নাগালে সবুজে ভরা ডেস্টিনেশন, শীতের ছুটিতে যাবেন নাকি?