কে মোদি, কে মমতা ? চেনেন না তাঁরা ! ভোট মানে খেতে পাওয়া এঁদের কাছে
Last Updated:
#পুরুলিয়া: রাঢ় বাংলার লালমাটি ভোটের উত্তাপে এখন আরও গনগনে। তবে পুরুলিয়ার জঙ্গলমহলের শান্ত কয়েকটা গ্রামে পৌঁছয়নি সেই উত্তাপ। তাঁরা বলেন, ভোট দিলেও হয় না দিলেও। তাঁরা বলেন, যিনি খাওয়ান ভোট তাঁর। তাঁরা বোধহয় বলতে চান, তাঁদের মতামত আসলে ব্রাত্য।
কলকাতা থেকে অনেক দূর ৷ ৩৪২ কিলোমিটারের আশেপাশে ৷ ট্রেনে চেপে সেখানেও ভোট এসেছে ৷ অযোধ্যার লালমাটির গায়ে ভোটের গন্ধ লেগেছে ৷ পুরুলিয়ার পাহাড় ডিঙিয়ে ভোট উত্তাপ বোধহয় পৌঁছয়ইনি জঙ্গলমহলের কয়েকটা নিরিবিলি গ্রামে ৷ রয়েছে শৈশবের অবাক চাউনি ৷
দুপুর রোদে কলসির ঠান্ডার ছলাৎ ছল ৷ নেলপালিশ আর গয়নার বিলাসিতা ৷
advertisement
advertisement
সময় কেটে এগিয়ে চলা সাইকেল ৷ বাড়ি ফেরার ব্যস্ততা ৷
ঘাটবেড়া, খুনটাঁড়, কেরুয়া-র মত গ্রামগুলো এসব নিয়েই বাঁচে ৷ ভোট এল কী গেল, তা নিয়ে কোনও মাথাব্যথা নেই ৷ যে খেতে দেয়, ভোট তাঁর ৷ খাওয়ার জন্য শপথ হয় ৷ তাঁরা বলেন, তাঁদের আবার মতামত কী ? পুরুলিয়ার এক বাসিন্দার কথায়, ‘ভোট দিতে বলে তাই দিই.. আমাদের মতামত নেই.. আমরা গরিব ৷’ কে মোদি, কে মমতা ? না, তাঁরা জানেন না।
advertisement
ছৌ-টুসু-ভাদু পরবের জঙ্গলমহল জানে ভোট এসেছে.. কে ক্ষমতায় এল, কে গেল.. না, তা জানে না ঘাটবেড়া, খুনটাঁড়, কেরুয়া.. গ্রামগুলো জানে, সবাই ভোট দেয় তাই ভোট দিতে হয় ৷ ভোট এলে ভালমন্দ খেতে পাওয়া যায়.. বাকি সময়টা তো ব্রাত্যই থেকে যাওয়া ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2019 11:54 AM IST