৬৩ বছরেও হয়নি সমাধান! জীবনের বাজি রেখে চলছে পঠনপাঠন, রাজ্যের শিক্ষাকেন্দ্রের এমন বেহাল দশায় পড়ুয়াদের ভবিষ্যৎ সঙ্কটে
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
১৯৬২ সালে গড়ে উঠেছে এই বিদ্যালয়। স্কুলে যাওয়ার জন্যে নেই পাকা রাস্তা। ফলে বই-খাতা নিয়ে নদী পার করতে হয় ছাত্র-ছাত্রীদের।
ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ স্বাধীনতার পর পেরিয়েছে ৬৩টা বছর। আধুনিকতার এই যুগে এসেও জীবনের ঝুঁকি নিয়ে নদী পার করে স্কুল যেতে হয় কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের। ১৯৬২ সালে গড়ে উঠেছে এই বিদ্যালয়। কিন্তু এই বিদ্যালয়ে যাওয়ার জন্যে নেই কোনও পাকা রাস্তা। ফলে বই খাতা নিয়ে নদী পার করতে হয় ছাত্র-ছাত্রীদের। প্রতি মুহূর্তেই রয়েছে জীবনের ঝুঁকি। এভাবেই বছরের পর বছর স্কুলে যায় পড়ুয়ারা। ঝড় বৃষ্টি বেশি হলে বেড়ে যায় নদীর জল। সেই সময় স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় পড়ুয়াদের।
এ বিষয়ে কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জনক সিং মুড়া বলেন, ২০১০ সাল থেকে তিনি এই বিদ্যালয়ে রয়েছেন। সেই সময় থেকে তিনি দেখছেন, বিদ্যালয়ে আসার কোনও রাস্তা নেই। বিষয়টি প্রশাসনিক বিভিন্ন জায়গায় জানানো হয়েছে। তিনি চান, যত দ্রুত সম্ভব বিদ্যালয়ে আসার রাস্তা তৈরি হোক।
আরও পড়ুনঃ পুজো পার্বণ এলেই জেগে ওঠে গোটা গ্রাম, চাহিদা বাড়ে এইসব বাদ্যযন্ত্রের! কোথায় তৈরি হয় জানুন
এ বিষয়ে গ্রামের বাসিন্দারা বলেন , দীর্ঘ বহু বছর ধরে এইভাবেই তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে যেতে হয়। বর্ষাকালে তারা বাচ্চাদের স্কুলে পাঠান না। তারা চাইছেন যাতে বিদ্যালয়ে যাওয়ার রাস্তা তৈরির উদ্যোগ নেয় প্রশাসন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রেললাইনের উপর থেকে উদ্ধার পরপর মৃতদেহ! শরীরে ক্ষত নেই, তবে কী খুন? ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ার সুইসায়
এ বিষয় পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, ছাত্র-ছাত্রীদের জন্যই বিদ্যালয়। সেখানে যদি ছাত্র-ছাত্রীরাই ঠিকমত পৌঁছতে না পারে তাহলে তারা পিছিয়ে পড়বে। ঠিক কী কারণে ওই বিদ্যালয়ের রাস্তা তৈরি হল না তা খতিয়ে দেখা হবে। ছাত্র-ছাত্রীরা যাতে ঠিকঠাকভাবে স্কুলে পৌঁছাতে পারে তার ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীর্ঘ এতগুলো বছরেও কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্যে তৈরি হয়নি রাস্তা। শীত , গ্রীষ্ম , বর্ষা নদী পেরিয়েই তাদের পৌঁছাতে হয় বিদ্যালয়ে। কবে এই বিদ্যালয়ের পড়ুয়ারা রাস্তা পাবে? কবে এই সমস্যার সমাধান হবে? সেই অপেক্ষাতেই রয়েছেন পড়ুয়া-সহ অভিভাবকেরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৬৩ বছরেও হয়নি সমাধান! জীবনের বাজি রেখে চলছে পঠনপাঠন, রাজ্যের শিক্ষাকেন্দ্রের এমন বেহাল দশায় পড়ুয়াদের ভবিষ্যৎ সঙ্কটে