পুজো পার্বণ এলেই জেগে ওঠে গোটা গ্রাম, চাহিদা বাড়ে এইসব বাদ্যযন্ত্রের! কোথায় তৈরি হয় জানুন

Last Updated:

বাদ্যযন্ত্রেই মিশে রয়েছে তাদের পরিচয়। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হচ্ছে এই বাদ্যযন্ত্র। পুরুলিয়া জেলার কাশীপুরের নামপাড়া এলাকার বেশিরভাগ মানুষজনই পূর্ব পুরুষদের শুরু করা এই পেশার মধ্য দিয়ে এখন রোজগারের পথ খুঁজে পেয়েছেন।

+
আদিবাসীদের

আদিবাসীদের বাদ্যযন্ত্র

পুরুলিয়া, শান্তনু দাস: বাদ্যযন্ত্রেই মিশে রয়েছে তাদের পরিচয়। দিনের প্রায় বেশিরভাগ সময়টাতেই তারা মনের আনন্দে তৈরি করেন ঢোল-ধমসা-মাদল। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হচ্ছে এই বাদ্যযন্ত্র। পুরুলিয়া জেলার কাশীপুরের নামপাড়া এলাকার বেশিরভাগ মানুষজনই পূর্ব পুরুষদের শুরু করা এই পেশার মধ্য দিয়ে এখন রোজগারের পথ খুঁজে পেয়েছেন। যাদের জীবনজীবিকার একমাত্র অবলম্বন হয়ে উঠেছে এই বাদ্যযন্ত্র। যে বাদ্যযন্ত্র বাজারে বিক্রি করে সংসার চালান তারা। আবার অনেকেই বাড়িতে এসে পছন্দ করে নিয়ে যান তাদের হাতের তৈরি এই বাদ্যযন্ত্রগুলো।
আদিবাসী সংস্কৃতির সঙ্গে ওতপ্রতোভাবে জড়িত ঢোল-ধমসা-মাদল। যুগ যুগ ধরে মূলত এই সমস্ত বাদ্যযন্ত্রের তালে ভর করেই এগিয়ে চলেছে রাঢ়বঙ্গের লোকোসঙ্গীত। তবে এই সমস্ত বাদ্যযন্ত্র তৈরি করতে অনেকটাই পরিশ্রম করতে হয় গ্রামের কারিগরদের। একটা বাদ্যযন্ত্র তৈরি করতে দুই থেকে তিন দিন সময় লেগে যায়। অথচ পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক সেই অর্থে কিছুই মিলে না তাদের।
advertisement
advertisement
অন্যদিকে বর্তমান সময়ে আধুনিক বাদ্যযন্ত্রের দাপটে এই সমস্ত বাদ্যযন্ত্র অনেকটাই এখন কোণঠাসা। ফলে একদিকে যেমন ঢোল-ধমসা-মাদলের ক্রেতাও কমেছে তেমনই অন্যদিকে আয়ও কমেছে পাল্লা দিয়ে। তাই গ্রামের বেশিরভাগ লোকজনই এখন ছেড়ে দিচ্ছেন পূর্বপুরুষদের এই পেশা। কোনও রকমে গ্রামের কিছুজন এই বাদ‍্যযন্ত্র তৈরির পেশায় আজও টিকে আছেন। ফলে আধুনিক বাদ্যযন্ত্রের দাপটে এই শিল্পও এখন অনেকেটাই বিলুপ্তির দিকে যাচ্ছে। এমনই দেখা গেল পুরুলিয়ায়
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে পুজো পার্বণে গ্রামের কারিগরদের কদর বাড়ে। বাদ্যযন্ত্রের নানা ধরনের কাজ পান তারা। আর এই সময়টাতে জেগে ওঠে পুরো গ্রাম। ঢোল-ধমসা-মাদল বাদ্যযন্ত্রের শব্দ ভেসে আসে বাড়িতে বাড়িতে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজো পার্বণ এলেই জেগে ওঠে গোটা গ্রাম, চাহিদা বাড়ে এইসব বাদ্যযন্ত্রের! কোথায় তৈরি হয় জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement