Purulia News: পাক অধিকৃত কাশ্মীরে উড়বে ভারতের পতাকা...! পুরুলিয়ার দালান বাড়িতে স্বপ্ন দেখেন প্রাক্তন সেনাকর্মী
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: বর্তমানে তাঁর বয়স ৮৫ পার হয়েছে। তবে তাঁকে দেখে বোঝার উপায় নেই। দেশকে বাঁচাতে তাঁর আবেগ এমনই যেন ৩০ এর তরুণের মতো। সুযোগ পেলে অস্ত্র হাতে তুলে নিয়ে এখনই যেন তিনি পাক সীমানায় গিয়ে যুদ্ধ করবেন!
পুরুলিয়া : ১৯৬৫ সালের অগাস্ট মাসে ভারত-পাকিস্তানের যুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিলেন পুরুলিয়া ২ নম্বর ব্লকের চয়নপুর গ্রামের বাসিন্দা পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। ১৯৬৫ -পর ১৯৭১ সালেও ভারত-পাকিস্তানের যুদ্ধে শামিল হয়েছিলেন তিনি। বর্তমানে তাঁর বয়স ৮৫ পার হয়েছে। তবে তাঁকে দেখে বোঝার উপায় নেই। দেশকে বাঁচাতে তাঁর আবেগ এমনই যেন ৩০ এর তরুণের মতো। সুযোগ পেলে অস্ত্র হাতে তুলে নিয়ে এখনই যেন তিনি পাক সীমানায় গিয়ে যুদ্ধ করবেন!
অতীতের সেই সমস্ত দিন যেন আজও পাঁচকড়ি বাবুর চোখের সামনে ভাসছে। ১৯৭১ সালের হরিদ্বারের কাছে উত্তরপ্রদেশের রুড়কী ট্রেনিং সেন্টারে মোতায়েন থেকে ১৬০০ যুদ্ধবন্দিকে নজরদারিতে রেখেছিলেন তিনি। রুড়কী এলাকাতে রাতের বেলা আলো নিভিয়ে দেওয়া হত। সাইরেন বাজত। এলাকার কোনও বাড়িতে আলো জ্বলছে নাকি তা দেখে সতর্ক করতে হত। সেই সঙ্গে যুদ্ধবন্দি হয়ে থাকা পাক সেনার উপর নজরদারির কাজ চলত। সেই সময় তিনি ছিলেন লেন্স নায়েক।
advertisement
advertisement
বর্তমানের এই পরিস্থিতিতে প্রতি মুহূর্তেই অতীতের স্মৃতি যেন তাঁর মনে দোলা দিচ্ছে। তিনি বলছেন, ভারত একেবারে যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তানকে। এই জবাব পাকিস্তানের আরও আগে পাওয়া উচিত ছিল। খবরের কাগজে চোখ আর কবিতা লিখে তাঁর দিন কাটে। তবে বর্তমানের এই পরিস্থিতিতে সারাদিন তিনি চোখ রাখছেন টিভিতে।
advertisement
মাত্র ২২ বছর বয়সে বাড়ির কাউকে না জানিয়ে পুরুলিয়া শহরে এসে সেনাবাহিনীতে পরীক্ষা দেন। ১৯৬৩ সালের ২১-শে জানুয়ারি সেনাতে যোগ দিয়েছিলেন তিনি। তারপর উত্তরপ্রদেশের রুড়কীতে প্রশিক্ষণ নিয়ে তাঁর প্রথম পোস্টিং হয় কাশ্মীরের জম্মুতে। সেখান থেকে শ্রীনগর। তারপর লাদাখ। আর লাদাখ থেকেই ১৯৬৫-র যুদ্ধে পাক সীমানায় একেবারে শিয়ালকোট সেক্টরের কালুচকে।
advertisement
মাত্র ৫০ টাকায় তিনি সেনাবাহিনীতে কাজ শুরু করেন। আর যখন অবসর নেন ১৯৭৬ সালে তখন তাঁর বেতন ছিল ৪৫০ টাকা। চারটে মেডেল পেয়েছিলেন তিনি। এখন ওই মেডেল তাঁকে যেন তাতিয়ে দিচ্ছে। নিয়ে যেতে চাইছে পাক সীমানার ব্যাটেল ফিল্ডে। পুরুলিয়ার এই দালান বাড়িতে থাকলেও বছর ৮৫-র বৃদ্ধের মন যে পড়ে রয়েছে সেই যুদ্ধক্ষেত্রেই। প্রতিনিয়ত তিনি স্বপ্ন দেখছেন পাক অধিকৃত কাশ্মীরে ভারতের পতাকা ওড়ার।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2025 5:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পাক অধিকৃত কাশ্মীরে উড়বে ভারতের পতাকা...! পুরুলিয়ার দালান বাড়িতে স্বপ্ন দেখেন প্রাক্তন সেনাকর্মী