'টিটিই' এবং 'টিসি'-র মধ্যে পার্থক্য কী বলুন তো...? অধিকাংশই 'ভুল' বলছেন, আপনি জানেন?

Last Updated:
Indian Railways: সাধারণত কালো কোট পরে থাকা এই দুই রেল কর্মচারীদের সঙ্গে দৈনন্দিন জীবনে প্রায়ই আমাদের মোলাকাত তো হয়। আর আমরা অনেকেই ভাবি এঁরা আসলে একই। বুকে লাগাবো ব্যাজ দেখেও অনেকেই ভাবেন, টিটিই এবং টিসি আসলে একই। আপনিও যদি তেমনটা ভেবে থাকেন, তাহলে এই ভুল ধারণা মিটিয়ে ফেলুন আজই।
1/10
সাধারণ জ্ঞান হল এমন একটি বিশেষ জ্ঞান যা আপনাকে সবসময় নতুন নতুন অজানা তথ্যে চমকে দেয়। আজ এই প্রতিবেদনে আমরা এমনই এক তথ্য জেনে নেব যা আমাদের চোখের সামনে প্রতিদিন দেখলেও আমরা আসল ও সঠিক উত্তর প্রায় অনেকেই জানি না।
সাধারণ জ্ঞান হল এমন একটি বিশেষ জ্ঞান যা আপনাকে সবসময় নতুন নতুন অজানা তথ্যে চমকে দেয়। আজ এই প্রতিবেদনে আমরা এমনই এক তথ্য জেনে নেব যা আমাদের চোখের সামনে প্রতিদিন দেখলেও আমরা আসল ও সঠিক উত্তর প্রায় অনেকেই জানি না।
advertisement
2/10
চাকরির পরীক্ষা হোক বা ক্লাসের পরীক্ষা আমাদের যে কোনও প্রতিযোগিতামূলক প্রশ্নে প্রায়ই নানা ধরণের জিকের প্রশ্নের মুখে পড়তে হয় পরীক্ষার্থীদের। আর সেই তালিকায় অনেক এমন প্রশ্ন থাকে যা ভারতীয় রেলের সঙ্গে যুক্ত। কারণ ভারতীয় রেলের ঐতিহাসিক গুরুত্ব ইতিহাসে উল্লেখযোগ্য।
চাকরির পরীক্ষা হোক বা ক্লাসের পরীক্ষা আমাদের যে কোনও প্রতিযোগিতামূলক প্রশ্নে প্রায়ই নানা ধরণের জিকের প্রশ্নের মুখে পড়তে হয় পরীক্ষার্থীদের। আর সেই তালিকায় অনেক এমন প্রশ্ন থাকে যা ভারতীয় রেলের সঙ্গে যুক্ত। কারণ ভারতীয় রেলের ঐতিহাসিক গুরুত্ব ইতিহাসে উল্লেখযোগ্য।
advertisement
3/10
আমরা জানি ভারতীয় রেলে টিকিট ছাড়া ভ্রমণ করা একটি অপরাধ। শুধু তাই নয়, ট্রেনে টিকিট ছাড়া যাত্রী ধরা পড়লে তাঁদের রীতিমতো জরিমানা করা হয় রেলের নিয়ম অনুসারে। আর এই কাজের জন্য, রেল মন্ত্রকের সংশ্লিষ্ট দফতর দুই ধরণের কর্মী অর্থাৎ 'টিটিই' এবং 'টিসি' নিয়োগ করে থাকে। এই পর্যন্ত আমরা সবাই জানি।
আমরা জানি ভারতীয় রেলে টিকিট ছাড়া ভ্রমণ করা একটি অপরাধ। শুধু তাই নয়, ট্রেনে টিকিট ছাড়া যাত্রী ধরা পড়লে তাঁদের রীতিমতো জরিমানা করা হয় রেলের নিয়ম অনুসারে। আর এই কাজের জন্য, রেল মন্ত্রকের সংশ্লিষ্ট দফতর দুই ধরণের কর্মী অর্থাৎ 'টিটিই' এবং 'টিসি' নিয়োগ করে থাকে। এই পর্যন্ত আমরা সবাই জানি।
advertisement
4/10
সাধারণত কালো কোট পরে থাকা এই দুই রেল কর্মচারীদের সঙ্গে দৈনন্দিন জীবনে প্রায়ই আমাদের মোলাকাত তো হয়। আর আমরা অনেকেই ভাবি এঁরা আসলে একই। বুকে লাগাবো ব্যাজ দেখেও অনেকেই ভাবেন, টিটিই এবং টিসি আসলে একই। আপনিও যদি তেমনটা ভেবে থাকেন, তাহলে এই ভুল ধারণা মিটিয়ে ফেলুন আজই।
সাধারণত কালো কোট পরে থাকা এই দুই রেল কর্মচারীদের সঙ্গে দৈনন্দিন জীবনে প্রায়ই আমাদের মোলাকাত তো হয়। আর আমরা অনেকেই ভাবি এঁরা আসলে একই। বুকে লাগাবো ব্যাজ দেখেও অনেকেই ভাবেন, টিটিই এবং টিসি আসলে একই। আপনিও যদি তেমনটা ভেবে থাকেন, তাহলে এই ভুল ধারণা মিটিয়ে ফেলুন আজই।
advertisement
5/10
আসুন আজ এই প্রতিবেদনে আমরা জেনে নিই এই দুই রেল আধিকারিকের মধ্যে আসলে পার্থক্য কী? একথা ঠিকই যে দুজনেরই কাজ হল ট্রেনে যাত্রীদের টিকিট পরীক্ষা করা। যদিও, উভয়ের কাজ একই, কিন্তু তাঁদের অধিকারের ক্ষেত্রে আছে বিস্তর পার্থক্য।
আসুন আজ এই প্রতিবেদনে আমরা জেনে নিই এই দুই রেল আধিকারিকের মধ্যে আসলে পার্থক্য কী? একথা ঠিকই যে দুজনেরই কাজ হল ট্রেনে যাত্রীদের টিকিট পরীক্ষা করা। যদিও, উভয়ের কাজ একই, কিন্তু তাঁদের অধিকারের ক্ষেত্রে আছে বিস্তর পার্থক্য।
advertisement
6/10
টিটিই : টিটিই মানে ট্র্যাভেল টিকিট এক্সামিনার বা ভ্রমণকালীন টিকিট পরীক্ষক। এই রেল কর্মচারীরা প্রিমিয়াম ট্রেনের পাশাপাশি মেইল ​​ও এক্সপ্রেস ট্রেনেও যাত্রীদের টিকিট পরীক্ষা করেন। একজন টিটিই-র মূল কাজ হল ভ্রমণকারী যাত্রীদের শনাক্ত করা, তাঁদের পরিচয়পত্র এবং আসন সম্পর্কিত তথ্য পরীক্ষা করা।
টিটিই :টিটিই মানে ট্র্যাভেল টিকিট এক্সামিনার বা ভ্রমণকালীন টিকিট পরীক্ষক। এই রেল কর্মচারীরা প্রিমিয়াম ট্রেনের পাশাপাশি মেইল ​​ও এক্সপ্রেস ট্রেনেও যাত্রীদের টিকিট পরীক্ষা করেন। একজন টিটিই-র মূল কাজ হল ভ্রমণকারী যাত্রীদের শনাক্ত করা, তাঁদের পরিচয়পত্র এবং আসন সম্পর্কিত তথ্য পরীক্ষা করা।
advertisement
7/10
এঁদের সবসময় কালো কোট পরতে দেখা যায় এবং তাঁদের কোটের সঙ্গে লাগানো ব্যাজে স্পষ্টভাবে TTE লেখা থাকে। টিটিই-এর সকল কার্যক্রম ট্রেনের ভেতরেই ঘটে। বাইরে কিন্তু নয়।
এঁদের সবসময় কালো কোট পরতে দেখা যায় এবং তাঁদের কোটের সঙ্গে লাগানো ব্যাজে স্পষ্টভাবে TTE লেখা থাকে। টিটিই-এর সকল কার্যক্রম ট্রেনের ভেতরেই ঘটে। বাইরে কিন্তু নয়।
advertisement
8/10
টিসি:টিসির কাজ টিকিট পরীক্ষা করা কিন্তু তাঁদের ক্ষমতার মধ্যে পার্থক্য রয়েছে। টিটিই যেখানে ট্রেনের ভিতরে প্রবেশ করে টিকিট পরীক্ষা করেন, টিসি বা টিকিট কালেক্টর কিন্তু শুধুমাত্র প্ল্যাটফর্মেই টিকিট পরীক্ষা করেন।
টিসি:টিসির কাজ টিকিট পরীক্ষা করা কিন্তু তাঁদের ক্ষমতার মধ্যে পার্থক্য রয়েছে। টিটিই যেখানে ট্রেনের ভিতরে প্রবেশ করে টিকিট পরীক্ষা করেন, টিসি বা টিকিট কালেক্টর কিন্তু শুধুমাত্র প্ল্যাটফর্মেই টিকিট পরীক্ষা করেন।
advertisement
9/10
টিসি অর্থাৎ টিকিট কালেক্টরকে বেশিরভাগ সময় প্ল্যাটফর্মে টিকিট পরীক্ষা করতে দেখা যায় এবং অনেক সময় তাঁরা স্টেশনের গেটে দাঁড়িয়েও টিকিট পরীক্ষা করে থাকেন।
টিসি অর্থাৎ টিকিট কালেক্টরকে বেশিরভাগ সময় প্ল্যাটফর্মে টিকিট পরীক্ষা করতে দেখা যায় এবং অনেক সময় তাঁরা স্টেশনের গেটে দাঁড়িয়েও টিকিট পরীক্ষা করে থাকেন।
advertisement
10/10
টিটিই এবং টিসি উভয়ের ভূমিকা এবং কর্তৃত্ব ভিন্ন। একই সঙ্গে, রেলের নিয়ম অনুযায়ী, টিটিই কখনই রাতের বেলা ট্রেনে টিকিট দেখানোর জন্য যাত্রীদের হয়রানি করতে পারবেন না। টিটিইকে নির্দিষ্ট সময়ের মধ্যেই টিকিট পরীক্ষা করতে হবে।
টিটিই এবং টিসি উভয়ের ভূমিকা এবং কর্তৃত্ব ভিন্ন। একই সঙ্গে, রেলের নিয়ম অনুযায়ী, টিটিই কখনই রাতের বেলা ট্রেনে টিকিট দেখানোর জন্য যাত্রীদের হয়রানি করতে পারবেন না। টিটিইকে নির্দিষ্ট সময়ের মধ্যেই টিকিট পরীক্ষা করতে হবে।
advertisement
advertisement
advertisement